এইদিন ওয়েবডেস্ক,বেইজিং,২৫ মার্চ : একদিকে বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছে,অন্যদিকে তখন চীনের মুসলমানরা রোজা রাখার উপর নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে । মিডিয়া রিপোর্ট অনুযায়ী,চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলমানদের রোজা রাখার উপর নিষেধাজ্ঞা জারি করেছে শি জিংপিং সরকার । এলাকার মুসলিম পরিবারের কেউ উপবাস করছেন কিনা তা জানতে কর্তৃপক্ষের দ্বারা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনকি স্থানীয় কর্মকর্তারা বাড়ি বাড়ি ঢুকে নজর পর্যন্ত রাখছে বলে জানিয়েছে স্থানীয় মানবাধিকার গোষ্ঠীগুলি ।
বিশ্ব উইঘুর কংগ্রেসের মুখপাত্র দিলশাত ঋষিত বলেছেন,রমজানের সময় জিনজিয়াং প্রদেশের ১,৮১১ গ্রামে উইঘুর পরিবারগুলির বাড়ি বাড়ি ঢুকে পরিদর্শনসহ একটি রাউন্ড-দ্য-ক্লক মনিটরিং সিস্টেম চালু করেছে কর্তৃপক্ষ । মুসলিম রীতি অনুযায়ী দিনের আলোতে রোজা রাখতে বলা হয় । আর নজরদারি চলছে মূলত দিনের বেলাতেই ।
চীনে প্রায় ১১.৪ মিলিয়ন মুসলিম সম্প্রদায়ের বসবাস । শতাব্দী ধরে তারা মুসলিম ধর্মীয় বিশ্বাস বজায় রেখে চলেছে । কিন্তু কমিউনিস্ট পার্টির কঠোরতার কারনে তাদের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্য হুমকির মুখে পড়েছে । কমিউনিস্ট সরকার পরিকল্পিতভাবে তাদের ধর্মীয় ঐতিহ্য মুছে দিতে চাইছে বলে অভিযোগ উঠছে । বেইজিং তাদের জোরপূর্বক কমিউনিস্ট রীতিনীতি মেনে চলতে বাধ্য করছে বলে অভিযোগ তুলেছে নেটওয়ার্ক অফ চাইনিজ হিউম্যান রাইটস ডিফেন্ডারস (CHRD) সহ চীনের মানবাধিকার গোষ্ঠীগুলি ।
সিএইচআরডির একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে,চীনে ধর্মীয় উপাসনার বিষয়ে এতদিন মানুষ যে স্বাধীনতা উপভোগ করেছিলেন শি জিনপিং নতুন করে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তার উপর রাশ টানার চেষ্টা চলছে । শুধু মুসলিমই নয় চীনের খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের ধর্মাচরণের উপর ‘সেন্সরশিপ’ লাগু করে কমিউনিস্ট ভাবাদর্শ মোতাবেক চলতে বাধ্য করা হচ্ছে বলে দাবি করেছে ওই সংগঠনটি ।।