এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১৫ জানুয়ারী : ঢালাইয়ের কাজে লোহার রডের বদলে বাঁশ ব্যাবহার করা হয়েছে,এই সন্দেহের বশে রাতের অন্ধকারে সদ্যনির্মিত নালার উপর ঢালাই ভেঙে ফেলা হল । পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম- ২ ব্লকের দেবশালা পঞ্চায়েতের দেবশালা গ্রামের এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । বিষয়টি প্রশাসনকে জানানোর পাশাপাশি থানায় অভিযোগ দায়ের করেছেন দেবশালা পঞ্চায়েত প্রধান শ্যামল বক্সি । এই ঘটনায় স্থানীয় বিজেপি কর্মীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন প্রধান । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ।
জানা গেছে,সম্প্রতি দেবশালা গ্রামে ঢালাই রাস্তা ও তার পাশে নিকাশি নালা নির্মাণের কাজ শুরু হয়েছে । ১০০ দিনের প্রকল্পে এই কাজের জন্য ৩৪ লক্ষ ১২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে । বুধবার দেবশালা গোয়ালাপাড়ায় নিকাশিনালার কাজ হচ্ছিল । ওই দিন নব নির্মিত নালার কিছুটা অংশে কালভার্ট তৈরি করা হয়েছিল । স্থানীয় ঠিকাদার আবদুল লালন ওই কাজের বরাত পেয়েছেন বলে জানা গেছে ।
আবদুল লালন বলেন,’টেণ্ডারের মধ্যে কোনও কালভার্ট ধরা ছিল না । কিন্তু পঞ্চায়েত প্রধানের অনুরোধে ড্রেনের ওপর প্রায় ১৫ ফুট লম্বা, ৪ ফুট চওড়া ও ৮ ইঞ্চি পুরু কালভার্ট ঢালাই করা হয়েছিল । শুক্রবার সকালে এসে দেখি ওই ঢালাই ভেঙে দেওয়া হয়েছে । রডের খাঁচাও নেই । পাশে একটি বাঁশের খাঁচা পড়ে রয়েছে ।’
দেবশালা পঞ্চায়েত প্রধান শ্যামল বক্সি বলেন, ‘কালভার্টের ঢালাইয়ের কাজে পাটাতনের জন্য একটি বাঁশের খাঁচা তৈরি করা হয়। তার ওপর ১২ মিলিমিটার রডের খাঁচা করে ঢালাই করা হয় । আমরা জানতে পারি বিজেপির লোকজন কয়েকজনকে উস্কানি দিয়েছিল ওই কাজে লোহার রডের বদলে বাঁশ ব্যবহার করা হয়েছে । তার জেরেই নিছক সন্দেহের বশে ওই ঢালাই ভেঙে ফেলা হয়েছে । বিষয়টি থানায় জানিয়েছি ।’
অন্যদিকে এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন বিজেপির আউশগ্রাম-২ ব্লক নেতা স্মৃতিকান্ত মণ্ডল । তিনি বলেন, ‘ওটা গ্রাম্য বিষয় । আসলে তৃণমূলের আমলে সরকারি প্রকল্পের কাজে ব্যাপক অনিয়ম হচ্ছে । তাই গ্রামবাসীদের সন্দেহ থাকতেই পারে ।’।