এইদিন ওয়েবডেস্ক,কোহলু(বেলুচিস্তান),০১ জানুয়ারী : পাকিস্থান সেনার গাড়ি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিল বেলুচিস্তান লিবারেশন আর্মি । বিস্ফোরণে নিহত হয়েছে গাড়িতে থাকা ৫ সেনা । বেলুচিস্তান লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করেছে। পাকিস্তান সেনার ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) থেকে এক প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী নিহতদের নাম,ক্যাপ্টেন ফাহাদ, ল্যান্স নায়েক ইমতিয়াজ, সিপাহী আসগর, সিপাহী মেহরান এবং সিপাহী শামুন । বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,অপারেশন চলাকালীন একটি ‘লিডিং পার্টির’ কাছে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরিত হয়। তাতে ওই ৫ জন শহীদ হয়েছেন । অপরাধীদের ধরতেই এই ক্লিয়ারেন্স অপারেশনটি ছিল বলে জানিয়েছে আইএসপিআর।
প্রসঙ্গত,স্বাধীনতার পর থেকে বেলুচিস্তানকে অবৈধভাবে দখলে রেখেছে পাকিস্তান । দীর্ঘ কয়েক দশক ধরে স্বাধীনতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বেলুচিস্তানী নাগরিকরা । কিন্তু আন্দোলন দমাতে বেলুচিস্তানীদের উপর রীতিমতো দমনপীড়ন চালাচ্ছে পাকিস্তান সরকার । বেলুচিস্তানে স্বাধীনতার জন্য বেলুচিস্তান লিবারেশন আর্মি গঠন হয়েছে বহু দিন আগেই । সম্প্রতি স্বাধীনতাকামী ওই সংগঠনটি তেহেরিক-ই-তালিবান পাকিস্তানের(টিটিপি) সঙ্গে হাত মিলিয়ে পাকিস্তান সেনার উপর যৌথ হামলা চালাচ্ছে ।।