আজ ভোরে তোমার
চিঠি পেলাম প্রিয়
তুমি এখন অনেক দূরে
মনে পড়ছে শেষের দেখা
একটা মিষ্টি গোলাপ আর
আমার প্রিয় বই
‘পৃথিবীর শেষ স্টেশন’
এনেছিলে
তোমাকে আমি আমার
মিষ্টি হাসি ছাড়া কিছুই
দিতে পারিনি।
তখন আমার সবটুকুই
তোমার প্রিয় ছিল
আচমকাই !
আমার তোমাকে দেবার
মত কিছুই ছিল না
কারণ আমি চাইনি
আমার মত বেমানান
কিছু তোমাকে অসম্মানিত
করুক।
তুমিও হয়ত
অপারগ ছিলে !
আসলে তোমার গোলাপটা
আজও রাখা আছে
তোমার প্রিয় বই
‘সোনালী দুঃখ’ এর মধ্যে।
এখনও দু’চোখ জলে
ঝাপসা
তোমার মুখটা !
না আজ থেকে আর আমি
তোমার নই, তুমি আমারও নও।
সহস্র যোজন দূরে থাকা
তারাদের মনের মানুষ তুমি।
আমিও যে শেষ !
‘তোমা ছাড়া এ জগতে
মোর কেহ নাই, কিছু নাই গো ‘ ।
বাঁচতে চাই কিন্তু অন্তরায়
গোলপ খানি, ওটায় তোমার
ছোঁয়া… আমি ও নিজেকে
ছোঁয়াতাম।
আজ সব শেষ
আমিও আসছি তারাদের
দেশে।
দেখা হবে।
শুধু পাশাপাশি থাকবে ,
“পৃথিবীর শেষ স্টেশন ও সোনালী দুঃখ ” ।।