জানি আমার আজ সবটুকু সত্যি মেনে নেবার পালা
আজ তোমার না ফেরা সেটাও এক টুকরোও মিথ্যে নয় যদিও।
তবুও নিঁখুত মনে যতই আঁকি প্রেমের দিনলিপি
যতই মাখাই প্রেমের রঙ-কাঠিতে কালির প্রলেপ।
জমাট বাঁধা মেঘরাশিও বার্তা পাঠায় বৃষ্টি হয়ে নামবে এমন…
তবুও ক্ষণিকের অভিমানে একখানা মেঘও হঠাৎ ভেঙে ঝড় তোলে;
লিখতে শেখায় সেদিন প্রিয়ের নামে নীল খামে পাঠানো চিঠি।
আবারও আমরা হারাই, বাঁকে বাঁকে হারাই।
মেঘ সরে বৃষ্টি এলে তাকেই ছুঁয়ে প্রশান্তি খুঁজি আবারও
আবারও আমরা রোদের উষ্ণ আঁচে টিনের চালের অবাধে বাষ্পের উড়ে যাওয়া অভিভূত হয়ে মেখে নিই পলকে।
মনে মনে রং ছড়িয়ে যায় …
কেউ যেন ভিতর থেকে জানান দেয় , বলে ভালবাসি ভালোবাসি ,কেবলই ভালোবাসি ।
দেশলাইয়ের বাক্সের সাথে কাঠির যেমন ভালোবাসার সম্পর্ক
আজীবন সম্পর্ক বারুদ বুকে বিলাস নামে ছদ্মবেশী অভিনয়।
আকর্ষণের যাদুর ঝলক যেমন খিলখিলিয়ে ওঠে
রোদ বৃষ্টি যেমন ভাবে ধরিত্রীকে টানে।
যদি আগামীর আপ্যায়ন হয় নতুনত্বের সৃষ্টি ,
তবে সম্মতি দাও যদি…
তবেই এবার সব ভয় দূরে সরিয়ে যুদ্ধ জয়ের সাহস নিয়ে আবারও মাঠে নামবো
সাহসের সাথেই বলবো, ভালোবাসি, ভালোবাসি,”ভালোবাসি”।।