মৃত্যু তুমি অতি তুচ্ছ
বেঁচে থাকার মধ্যে আছে
নতুন নতুন গল্পগুচ্ছ।
মরে গেলে তুমি হয়ে যাও
অতি দামী,
বেঁচে থাকলে জমে থাকে
রাগ ,ঘৃণা অভিমানী।
জীবনে চলার পথে
যত হোঁচট খাবে,
ততই তোমার জীবনটা
রোমাঞ্চকর হবে।
শত শত লড়াই,
মরে গেলে কিভাবে করবে
জীবনের বড়াই?
একটা দুটো করে বড্ড
জোর এক মাস,
তারপর মুছে যাবে
হবে যে ইতিহাস।
বাচবে যতদিন নিজেই নিজের
প্রেমে পড়ো প্রতিদিন, ,
ভালোবেসে দাও না তুলে
নিজেই নিজের হাতে একটি গোলাপ
পরপারে চলে গেলে
কি হবে রজনীগন্ধার মালা পোড়ে?
যা কিছু সাধ ইচ্ছা
ঘিরে আছে মনের গোপনে,
সেগুলো সঙ্গে নিয়ে
উড়ে যাও মুক্ত আকাশে
পাখির মত ডানা মেলে।
মৃত্যুর পর হবেই যখন
আকাশের তারা,
তার আগেই মনের সাধগুলো
হোক না সব পূরণ করা।
আমার আমি আছি যতক্ষণ
নিঃশ্বাসকে করো বিশ্বাস,
আমার আমি চলে গেলে
আমি আর করবে না, কোন হা হুতাশ।
জীবন রঙ্গমঞ্চে খেলা হবে শেষ,
যার কোন থাকবে না, বন্যময় রেশ।।