প্রবল ধ্বংস লীলায় ওরা বেঁচে আছে!!
এরই নাম জীবন
এরই নাম জীবন সংগ্রাম।
মুহূর্তে ছাড়খার,
নোনা জলোচ্ছাস
ভাসছে ক্ষেত
ভাসছে খামার!!
ওদের জীবন এখন ভেলায়।
প্রতিশ্রুতি দিকে দিকে
আসছে সময় ,বাঁধা হবে নতুন নতুন ঘর,
ক্যামেরা বন্দী হচ্ছে
দুঃসহ জীবন পট।
আর কত ধ্বংস লীলা দেখাবে প্রকৃতি?
সহায় সম্বলহীন মানুষ
জঠরে ক্ষুধার আগুন!!
বিপর্যয় উপেক্ষা করে
নগ্ন পায়ে এগিয়ে চলে গরম ভাতের গন্ধে।
প্রত্যাশায় বাঁধে বুক,
উঠোনের লাউ মাচাটায়
নতুন করে ভরে উঠবে সুখ!!
পুঁই শাক ডগা ছাড়বে,পাতায় পাতায় ভরাবে সবুজে সবুজে।
জমা হবে খড় গাঁদা
নতুন করে বাঁধা হবে ছাউনিটা।
এবার তবে কি কাটবে বিষণ্নতার অবসাদ??
না –না– সব আশাই ম্রিয়মান!!
ঘূর্ণি ঝড়ের অতলান্তিক আশংকা, চোখের সামনে ভাসছে আবার!!
আসবে আবার কি ইয়াশ,বুলবুল,আয়লা না আমফান !!
না আবার হবে নতুন কোন নাম?