যানজট এড়াতে চওড়া ফুটপাতে
জায়গা করে নিয়েছে ওরা
তবুও কি শান্তি আছে!!
দখলদারির দুনিয়ায় নিজের অধিকার বুঝে নিতে
পরে যায় শোরগোল।
তার মাঝখানে একটা সাংসারিক জীবনের গল্প
কেমন করে যেন
মাথাচাড়া দিয়ে ওঠে।
হয়তো কোনদিন ছিল একটি সুখের সংসার
আজ শুধুই হাহাকার।
ভোল পাল্টে সব উলট পুরানের উপাখ্যান
নেশায় বুঁদ রাত্রির অভিসারের গোপন অভিযান।
কাজ করে পাওয়া কিছু সংগ্রহের আহার
তুলে বৃদ্ধ স্বামীর মুখে
অহল্যারা এখনও বাঁচে
সতীত্বের সুখে।
বৃহন্নলার দল নেমেছে রাজপথে
পেটের জ্বালা থাকতে দেয় কি ওদের সুখে?
কটাক্ষ দৃষ্টি, তাচ্ছিল্যের হাসি সব জোটে কপালে
বিধাতার পরিহাসে
অর্জুন হতে পারে না কৌশলে।
সিগন্যালে লাল , সবুজ আলো জ্বলে আর নেবে
ভিড়, যানজট ব্যস্ত শহর
মহানগরীর মহাপ্রস্থানের দুঃখে।
মন হুঁশ নিয়ে চলে কতই না তর্ক বিতর্ক
ভেকের ডাকে সাড়া দেওয়া পথে
শুধুই চাপা পড়ে যায়
মুছে যাওয়া ছাপে
তাজা রক্ত।
গল্প গুলো সত্যি হয়েও কেন যে
শুধুই গল্প হয়েই রয়ে যায়
কলমের কালি ছোঁয়ায়
মহানগরীর জনপদ বিলাস বহুল বিলাপে
কর শুধুই হায়, হায়।।