আমার একটা নীল চাই ,আদিগন্ত নীল।
যেখানে তোমার ঠিকানা হবে লীন।
যেখানে হাজারো মন পাখি মেলবে ডানা।
কত স্বপ্নের হবে আনাগোনা।
কত রঙেরা বাঁধবে সামিয়ানা।
একটা নীল চাই সুনীল স্বচ্ছ আনকোরা নীল।
অসমাপ্ত ভালবাসারা থাকবে চিরকাল অমলিন।
হাতে হাত রেখে মনের অতল ছুঁয়ে ,
শুধু দুটি স্বপ্নিল চোখের স্বপ্ন নীল।
আর অপেক্ষা নীল খামে প্রিযজনের উড়ো চিটি।
নীলচে স্মৃতির তারারা আজো জ্বলে মিটিমিটি।
চাই একটা নীল জোছনা আর একটু উষ্ণতা,
আঙ্গুলের ফাঁকে আঙুলের গল্প।
নীলাভ চাদর মোড়া শহুরে পথে
দুজনের পাশাপাশি হেঁটে চলা সীমাহীন।
নীল ঠিকানার খোঁজে কারা যেন অন্তহীন।।