তুমি বললে চুপ!
ধর্ম নিয়ে একটি কথাও নয় আর,
সঙ্গে সঙ্গে…..
ভারতবর্ষের সাঁওতাল পরগনার মাটি
চিৎকার করে উঠলো…
বললো আমাদের ধর্ম
দেশের বিপদে দেশের পাশে হাঁটা
পাকস্থলির কান্নার সাথে
সহবাসে থেকেও!
পোকামাকর খাওয়া জীবন হলেও
দেশের মাটি রক্ষা করাই আমাদের ধর্ম…
ব্রিটিশ সেকথা জানে৷
মনিপুর বলে উঠলো নারীর নগ্নতা রক্ষা করা আমাদের ধর্ম
সেকথা বিশ্ব সংসার মানে…!
অলকানন্দা ,রূপসা, গঙ্গা, পদ্মা সকলেই উত্তাল..
ঢেউ তুললো…বললো আমাদের নিজস্ব ধর্ম আছে
আমরা প্রাণ বাঁচাই!
গাছেরা বলে উঠলো আমাদের ধর্মের কথা কে না বোঝে!
আমাদের উপরে ফেলে দিলেও
আমরা মাটির হৃদয়ে থেকে
প্রাণের উদযাপন করি৷
পৃথিবীর অযুত অযুত কোটি কোটি মায়েরা
বলে উঠলো
আমাদের ধর্ম আমরা মা ,
লালনে পালনে যত্নে স্নেহে …
আমরা মা !!
পিতা বলে উঠলো আমরা ধারক…
আমরা বাহক …জন্মের স্রোত বয়ে দেওয়া
আমাদের ধর্ম…এটার অধিকার পৃথিবীর থেকে
পাওয়া,..
তাহলে ধর্মের কথায় চুপ করবো কেন!!!
ধার্মিকে অনিহা কেন!!
কতগুলো অচলায়তনের নিরেট পুরু দেওয়ালে
ভয়!!
চলো স্থবিরপত্তনের পতন আঁকি,
চলো অচলায়তনের হৃদয় ভাঙি…
আকাশ বুকে লিখে!!