আমি তর্কে যেতে চাই না আর।
চুপ থাকাটাই এখন অভিপ্রায়।
বয়েসের থেকে অভিজ্ঞতা বড়।
আমি নির্বাক হতে চাই।
বৃষ্টি ভেজা রাতে আমি দেখেছি তোমায়।
আগুনের স্পর্শে পুড়তে।
নিভেছে চিতা বহুকাল আগে,
এখন রয়েছে তার অস্থি মজ্জা!
ছাই গুলো উড়াতে চাই।
চিৎকার করে বলতে চাই।
মানসিকতার থেকে অহং হয়েছে বড়!
মানসিকতা আজ পথের ধুলো!
উদারতা তুমি দেখেছো অনেক।
ঘৃণা গুলো না হয়, থাক তোলা থাক!
মাটির দলাটা আজ বড় পোক্ত,
গড়া যাবে না নতুন করে।
চুপ থাকাটাও শিখে গেছে ভালো করে।
আমি চুপ থাকতে চাই!