আমি পথ
সুদীর্ঘকাল ধরে বক্ষে বহন করে চলেছি
কত শত অজানা ইতিহাস
সভ্যতার জন্মলগ্ন থেকেই আমার উদ্ভব।
তোমরা আজ আমায় দেখছো,
আধুনিকতার মোড়কে প্রাদুর্ভূত সর্পিল রাজপথ
শহরের প্রাণকেন্দ্রে শায়িত দীঘল কৃষ্ণকায়া রূপে
সভ্যতার বিকাশের প্রাচুর্যে স্পর্ধিত, দম্ভিত আমি।
পূর্বে ছিলাম জরাজীর্ণ, সংকীর্ণ
আদিম সভ্যতার ন্যায় নগ্ন উন্মুক্ত
অজস্র কাঁটাঝোপে ঘেরা পথচলার অযোগ্য
যোগ্যতার মানদণ্ড স্বীকৃত হতেই
আমার বুকে দাপিয়ে বেড়াতো দুরন্ত ঘোটক।
অবাধ্য গতিতে ছিন্নভিন্ন দেহাবয়ব, তবুও
অদৃশ্য ক্ষত লুকিয়ে বুক পেতে রাখা
কত রক্তপাত কত যুদ্ধ কত গোপন কথার আক্ষেপে প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে চলেছে ধূলোমাখা পদক্ষেপে।
নবসভ্যতার ক্ষমতার দম্ভে আমিও স্তম্ভিত
নিজেকে বিলিয়েও আমি রিক্ত, নীরব অশ্রুসিক্ত
ব্যথার প্রকাশে আমি জনমানবশূন্য
বন্ধু নেই শত্রু নেই দুঃখ নেই ক্লান্তি নেই
আছে শুধু অবস্থিতি
আছে শুধু ইচ্ছায়-অনিচ্ছায় ‘চরৈবেতি চরৈবেতি।’।