আশ্চর্যজনক ভাবেই দেখি ,
তোমার উদাসী চোখে কেবল আমার ঝাপসা হয়ে আসা।
আমার কষ্ট, আমার ব্যথা , আমার আনন্দ সবকিছুই যেন বিবর্ণ তোমার কাছে!
সাজিয়ে গুছিয়ে যত্ন করে রাখা আমার ভালোবাসা, কখনোই ছুঁতে পারেনা তোমাকে।
আমার কুয়াশার চাদরে মোড়া হৃদয়ের ধুকপুকানি ধীরে ধীরে বেড়েই চলে তোমার নীরবতায়।
অথচ আমি জানি তুমি পাষাণ নও।
কতো সুন্দর করে আগলে রাখতে জানো ,তোমার অনুভূতি ,তোমার প্রেম, তোমার ভালোবাসা, ভালোলাগা।
কতো স্নেহ,কতো মায়া, কতো মানবিকতার পথেই তোমার আনাগোনা।
তবে কী আমিই সেই ,যাকে তুমি গুছিয়ে মন্দবাসায় রাখতে পারো, নিশ্চিন্তে অবহেলে !?
তুমিও বোধহয় বিশ্বাস করতে শুরু করেছো আমার ভালবাসা কখনোই বদলায় না।
কোনোভাবেই না,কোনো পরিস্থিতিতেই না।
প্রাপ্তির খাতায় শূন্য জেনেও ভালোবাসতে জানি।
এতো বেশি চেনো কেন আমাকে?!
শুনেছি অচেনা অজানা বিষয়েই কেবল মানুষের আগ্রহ থাকে।তাই কারো খুব বেশি চেনো হতে নেই।
আমি আবার তোমার অচেনা হতে চাই।।