সর্বনাশা বৃষ্টি ভাসায় রাস্তা ,প্যান্ডেল, খিদে
৮ টি প্রাণের কি বা দোষ মৃত্যু বিদ্যুৎ পৃষ্ঠে।
অত্যাচারে প্রকৃতি জর্জরিত নির্মম প্রতিবাদ,
সময় আছে সমঝে যাও, মানুষের হাহাকার!
উন্নয়নে রাস্তা ভাসে বৃষ্টি ভাসায় কান্না
অকালবোধন দুর্দশা? চড়েনি হাঁড়ি, রান্না !
ভুগছে মানুষ পশু পাখি আশ্রয় যদি ভাসে,
ড্রেনের নোংরা মনের ময়লা পার্থক্য খোঁজে।।
সমাজ যখন প্রতিবাদ ভুলে মানিয়ে নিতে শেখে,
দ্বায়িত্ব কর্তব্যের প্রশ্নে পরিত্রাতা রাস্তা খোঁজে!
অভুক্ত পেটের জ্বালা অনাহারী কেবল বোঝে
মায়া কান্নার মুখের বুলি আছি মানুষের পাশে!!!
দায় কার? কে করবে প্রশ্ন, মেরুদন্ড বেঁকে,
নীতিকথা কথার মালা দেখা যায় শবদেহে।
চোখের পর্দা মোটা, হয়নি তো তবুও অন্ধ
রাস্তা যখন নদী হয়ে ভাসায়, জীবন বিপদগ্রস্ত!