এইদিন ওয়েবডেস্ক,শিবমোগা(কর্ণাটক),২১ ফেব্রুয়ারী : হিজাব বিতর্কের মাঝেই কর্ণাটকের শিবমোগায় (shivamoga) বজরং দলের এক কর্মীকে ছুরিকাঘাতে খুন করল দুষ্কৃতিরা । পুলিশ জানিয়েছে,বছর তেইশের ওই যুবকের নাম হর্ষ । রবিবার রাত্রি প্রায় ৯ টা নাগাদ ৫-৬ জনের একটি দল চড়াও হয়ে এলোপাথাড়ি ছুরি চালিয়ে তাঁকে খুন করে পালায় । ওই যুবক নিজের ফেসবুক প্রোফাইলে হিজাবের বিরুদ্ধে ও গেরুয়া শালের সমর্থনে একটি পোস্ট লিখেছিলেন । এই ঘটনার সঙ্গে ওই পোস্টের কোনও সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।
এদিকে হিন্দুত্ববাদী সংগঠনের এক কর্মীকে খুনের ঘটনার কথা চাওড় হতেই হত্যার পর, হাজার হাজার হিন্দু কর্মী হাসপাতালের কাছে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে । পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে । সোমবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ । ক্রমবর্ধমান উত্তেজনা দেখে গোটা শিবমোগায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
জানা গেছে,শিবমোগার ভারতী কলোনীর বাসিন্দা হর্ষ পেশায় একজন দর্জি ছিলেন । তিনি বজরং দলের জেলায় ‘প্রকান্ড সহকার্যদর্শী’ (সমন্বয়ক) পদে ছিলেন । এছাড়া ভিএইচপির সঙ্গেও যুক্ত ছিলেন হর্ষ । রবিবার রাতে একটি গাড়িতে করে আসা দুষ্কৃতিরা তাঁকে ধাওয়া করে । দুষ্কৃতিরা তাঁকে রবিবর্মা স্ট্রিটের কাছে ধরে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে । ওই যুবক ঘটনাস্থলে লুটিয়ে পড়লে দুষ্কৃতিরা চম্পট দেয় । স্থানীয় লোকজন যুবককে আশঙ্কজনক অবস্থায় উদ্ধার করে মেগান হাসপাতালে নিয়ে যায় । কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয় । প্রসঙ্গত, কর্ণাটকের শিবমোগা সাম্প্রদায়িক উত্তেজনা প্রবন এলাকা বলে পরিচিত । ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায় । জেলার সিগেহাট্টি এলাকা থেকে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে । যদিও খবর পেয়ে তড়িঘড়ি সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন ডিআইপি (পূর্ব) ত্যাগরাজন এবং পুলিশ সুপার (এসপি) লক্ষ্মী প্রসাদ ।
সোমবার কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র বলেছেন,’২৩ বছর বয়সী যুবককে নৃশংসভাবে করা করা হয়েছে । আমি শিবমোগা পরিদর্শন করেছি এবং আমি নিহতের পরিবারের সাথেও দেখা করে তাঁর বাবা-মা এবং বোনকে আশ্বস্ত করেছি । আমি মৃত ব্যক্তিকে ফিরিয়ে আনতে পারব না, কিন্তু খুনিদের রেহাই দেব না । তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।’ তিনি বলেন,’চার-পাঁচ যুবকের একটি দল তাঁকে (হর্ষ) হত্যা করেছে । এই হত্যাকাণ্ডের পেছনে কোনও সংগঠন আছে বলে আমার জানা নেই। শিবমোগায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে শহরের স্কুল এবং কলেজগুলি দুই দিনের জন্য বন্ধ করা হয়েছে ।’
পাশাপাশি তিনি জানিয়েছেন, ঘটনাটি প্রধান সড়কে ঘটেছে এবং পুলিশ সতর্ক রয়েছে। সেই সঙ্গে রাজ্যের মানুষকে শান্তি বজায় রাখার জন্য তিনি আহ্বান জানান । মন্ত্রী বলেন,’আমাদের কাছে ক্লু আছে, শিগগিরই খুনিদের গ্রেফতার করা হবে । খুনিদের ধরতে বিশেষ দল গঠন করা হয়েছে, খুব শীঘ্রই আমরা এ বিষয়ে আপডেট দেবো ।’ মন্ত্রীর দাবি এই খুনের ঘটনার সঙ্গে হিজাব ইস্যুর কোনও সম্পর্ক নেই । তবে হিজাব বিরোধিতার কারনেই এই ঘটনা ঘটেছে বলে সন্দেহ পুলিশের । যদিও এই বিষয়ে পুলিশের তরফ থেকে কেউ মুখ খোলেনি ।
প্রসঙ্গত,সম্প্রতি কর্ণাটকের কংগ্রেস নেতা মোকাররম খান প্রকাশ্যে বলেছিলেন হিজাবের বিরোধিতা করলে তাকে টুকরো টুকরো করা হবে । তাঁর এই উস্কানিমূলক বক্তব্যের পরেই এই ঘটনা ঘটে যাওয়ায় হিজাব ইস্যুতে জাতীয় কংগ্রেসের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে । যদিও ওই বক্তব্যের পর অভিযুক্ত কংগ্রেস নেতার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ ।।