এইদিন ওয়েবডেস্ক,আহমেদাবাদ,০৫ জানুয়ারী : শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ ছবির ‘বেশরম রঙ’ গানটি নিয়ে দীর্ঘ দিন ধরেই প্রতিবাদ জানাচ্ছেন বহু মানুষ । ওই গানে গেরুয়া রঙের বিকিনি পরে নাচতে দেখা গেছে দীপিকাকে । অভিযোগ উঠছে গেরুয়া রঙকে অপমান করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে নায়িকার পোশাকের রঙ ঠিক করে দিয়েছেন শাহরুখ । যে কারনে উমা ভারতীসহ বিজেপি নেতারা গানটি বাদ দিয়ে ছবিটি রিলিজ করার প্রস্তাব দিয়েছিলেন । কিন্তু সেই প্রস্তাব মেনে নেওয়া হয়নি বলে অভিযোগ । এদিকে আগামী ২৫ জানুয়ারী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের এই ছবিটি । তাই ছবিটির প্রচারের জন্য গুজরাটের প্রচারের আহমেদাবাদের একটি মলে ছবির ব্যানার ও প্ল্যাকার্ড লাগানো হয়েছিল । কিন্তু গুজরাটের বজরং দলের কর্মীরা ওই মলে ঢুকে শাহরুখ খানের কাট আউট ও ব্যানার ভেঙে দিয়ে আসে । এই ঘটনায় ৫ জনকে আটক করেছে আহমেদাবাদ পুলিশ ।
প্রসঙ্গত,শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ ছবির ‘বেশরম রঙ’ গানটি বেশ কিছুদিন আগে রিলিজ করা হয়েছিল । তারপর থেকেই ক্ষোভ দানা বাঁধে । সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বয়কট ট্রেন্ড । এদিকে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন,’গানের দৃশ্য এবং পোশাক পরিবর্তন করা উচিত। অন্যথায় আমরা মধ্যপ্রদেশে পাঠান ছবিটি মুক্তি হতে দেব না ।’ মধ্যপ্রদেশের হিন্দু সংগঠনের কিছু সদস্য পাঠান সিনেমাটি নিষিদ্ধ ঘোষণা করার জন্য শাহরুখ খানের কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদও করেছে । অন্যদিকে উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার একটি শিশু কল্যাণ সংস্থা পুলিশকে অনুরোধ করেছে ‘পাঠান’ ছবির নির্দিষ্ট ওই গানটি ছবি থেকে সরিয়ে দেওয়ার ব্যাবস্থা, যা তরুণ প্রজন্মের মন নষ্ট করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।’।