এইদিন ওয়েবডেস্ক,বজবজ,২৭ মার্চ : প্রকাশ্য মঞ্চে শুভেন্দু অধিকারীকে ‘নেড়ি কুত্তা’ বলে বিতর্কে জড়ালেন ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত বজবজ-২ নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি সুব্রত মুখোপাধ্যায় । ডায়মন্ড হারবার এর দলীয় প্রার্থী অভিষেক ব্যানার্জীর সমর্থনে একটি কর্মী সম্মেলনে ভাষণ দেওয়ার সময় এই প্রকার বিতর্কিত মন্তব্য করেন ওই তৃণমূল নেতা । তাকে বলতে শোনা যায়, ‘আজকে আপনাদের কাছে আমি একটা কথা বলবো, পশ্চিমবাংলার বিরোধী দলনেতা, রাস্তার নেড়ি কুত্তা, ঘেউ ঘেউ ঘেউ করছে । সেই নেড়ি কুত্তা শুভেন্দু অধিকারী কে বলতে চাই, যদি ক্ষমতা থাকে তাহলে বজবজের একটা বুথে এসে জিতে দেখাও, তাহলে বুঝবো তুমি একটা বড় নেড়ি কুত্তা ।’
বজবজের ওই তৃণমূল নেতার বক্তব্যের ভিডিও ক্লিপিং নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তৃণমূল নেতাদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী । তিনি লিখেছেন, ‘এটাই তৃণমূল কংগ্রেস নেতাদের আসল চরিত্র । ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত বজবজ-২ নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি, যিনি আবার একজন নামকরা ‘ভাইপো’-র এজেন্ট হিসাবে পরিচিত, সেই সুব্রত মুখোপাধ্যায়ের মুখের ভাষা শুনুন। আমার নামে কিভাবে অশ্রাব্য ভাষায় আক্রমণ করছেন।’
তিনি আরও লেখেন,’ভোট ঘোষনা হবার পর আদর্শ আচরণ বিধি পশ্চিমবঙ্গে লাগু হয়েছে। কিন্তু তোলামুল কোম্পানির এই সব নেতাদের মুখ নিঃসৃত ভাষা লাগামহীন। তারা আদর্শ আচরন বিধির ধার ধারেন না। এমন বেশ কিছু ভিডিও ক্লিপ প্রমান স্বরূপ আমার কাছে রয়েছে। আমি এই বিষয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এবং আশা করব কেন্দ্রীয় নির্বাচন কমিশন আদর্শ আচরন বিধি লঙ্ঘনের এই বিষয়গুলির বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন।’।