এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ মার্চ : শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের ৬ নম্বর ওয়ার্ডের ভবানীপুরে সাংসদ তহবিলের ২.৬ লক্ষ টাকা ব্যয়ে একটি ঢালাই কংক্রিটের রাস্তা উদ্বোধন করতে গিয়েছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ৷ সেই সময় তৃণমূলের মহিলা ও পুরুষ ক্যাডাররা তার পিছু নেয় । তারা রাস্তা অবরোধ করে গাড়ি আটকালে দিলীপবাবু তাদের সতর্ক করে বলেন,’এই…আমার গাড়ির সামনে এলে গাড়ি উপর দিয়ে চালিয়ে দেবো । দিলীপ ঘোষের সঙ্গে পাঙ্গা নিও না ।’ দিলীপবাবুর এই প্রকার অনমনীয় মানসিকতার প্রশংসা করছে বিজেপির নেতা ও কর্মীরা । দিলীপবাবুর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন টলিউডের অভিনেতা ও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ । তিনি বলেছেন,’বুনো ওলের জন্য বাঘা তেঁতুলটাই দরকার ।’
দিলীপ ঘোষের সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে রুদ্রনীল ঘোষ লিখেছেন,’বুনো ওলের জন্য বাঘা তেঁতুলটাই দরকার। কেউ বলতেই পারেন, “এতো কড়া ভাষা?..ইয়ে মানে আর একটু নম্র ভদ্র হলে ভাল ছিলনা?” ইত্যাদি। স্যার, চোর-জোচ্চোর আর তাদের সাপোর্টারদের জন্য এটাই সঠিক। গরীবের চাল ডাল আবাস কয়লা-বালি-চাকরি যারা চুরি করে,পঞ্চায়েতের টাকা খালি করে দেয়,খুন করে কলার তুলে পুলিশ প্রোটেকশানে ঘুরে বেড়ায়, মানুষকে থ্রেট দেয়,-তাদের বোঝাবার জন্য তো অনেক অনুনয় বিনয় মিশ্রিত ভাষা প্রয়োগ করেছিল বাংলার মানুষ স্যার । লাভ হয়েছে ? উলটে হয় পুলিশের মিথ্যে কেস,নয় তাকে খুন, নয়ত বা জীবন জীবিকা কেড়ে নেওয়া। আমাদের প্রায় ৩০০ কর্মী খুন হয়ে গেছেন চুরি-অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। স্বজন হারাবার যন্ত্রণা আমরা ভুলিনি।’
তিনি লিখেছেন,’আসন্ন বিধানসভার ভোটে ভোটার কার্ডের সাথে আধার লিংক বা বায়োমেট্রিক নিয়ম করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন । সুতরাং, আর লাখ লাখ ভুয়ো মৃত ভোটার, রোহিঙ্গা-বাংলাদেশীরা উন্নয়নের ছাপ্পা দিতে পারবে না ২০২৬ শে। তাই রাগে এদের মাথা বিগড়ে গেছে। ক’দিন আগে বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পরিকল্পিত আক্রমণ, আজ পশ্চিম মেদিনীপুরে দিলীপ ঘোষকে টার্গেট। উত্তরও পেয়ে গেছে সঠিক স্টাইলে। লুঠের ভোট লুঠের টাকা বন্ধের গন্ধে এরা ক্রুদ্ধ ক্ষিপ্ত হয়ে কালো পতাকা ভাড়া করেছে । সাথে ইমোশানাল ড্রামা বৃদ্ধি করার জন্য দলের মহিলাদের লেলিয়ে দিচ্ছে, যাতে খবরে হালকা সেন্টিমেন্টের স্বাদ পাওয়া যায়, আসল সত্যিটা গুলিয়ে দেওয়া যায়।’
রুদ্রনীল ঘোষ সবশেষে লেখেন,’দিলীপ ঘোষের এমপি ফান্ডের টাকায় নির্মিত রাস্তাকে চোরেরা উন্নয়নের রাস্তা বলে চালাচ্ছিল এলাকায়। প্রাক্তন এমপি দিলীপ ঘোষ তার উদ্বোধনে যেতেই ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে । তাই হুজ্জুতি। এই চোরেদের সাথে যুক্ত হয়েছে দেশ বিরোধী জেহাদী শক্তিও ! ব্রিলিয়ান্ট কম্বিনেশান। আসলে শেষ বেলায় ভ্যানিশ হবার ভয়…! ইয়ে ডর সবকো আচ্ছা লাগা। লুটেরাদের ইঁটের জবাব গোলাপ ফুল দিয়ে হয় না! ফুলদানি লাগে।’
এর আগে তৃণমূলের ‘হুজ্জতির’ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছিলেন,’সাংসদ তহবিল থেকে রাস্তা হবে কিন্তু উদ্বোধন করবে তৃণমূলের কাউন্সিলর , না করতে পেরে মাথা খারাপ তৃণমূলের । খড়গপুরের ৬ নম্বর ওয়ার্ডের ভবানীপুরে সাংসদ তহবিলের ২.৬ লক্ষ টাকা ব্যয়ে একটি ঢালাই কংক্রিটের রাস্তা উদ্বোধন হলো । পুরসভার দায়িত্ব নিয়ে এই কাজটি করার কথা থাকলেও তাদের দায়িত্ব তারা পালন করেনি। পরবর্তীতে দিনের পর দিন সমস্যায় জর্জরিত মানুষের জন্য আমরা সাংসদ তহবিল থেকে উদ্যোগ নিই। এলাকাটি অত্যন্ত নিচু, জল জমে যেত প্রায়শই। তাই মাটি ফেলে উঁচু করে তারপর রাস্তা বানানো হয়। আজ এই রাস্তাটি উদ্বোধন করার সময় স্থানীয় তৃণমূলের কাউন্সিলারের দলবল ঝামেলা করছিল। মমতা ব্যানার্জির দল কাজ করে না শুধু ঝামেলা – গন্ডগোল – মারপিট করে এবং মানুষের সামনে মিথ্যা কথা বলে ।’।