আমিরুল ইসলাম,ভাতার(পূর্ব বর্ধমান),২৭ মে : ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর জেরে রাত থেকে সকাল পর্যন্ত চলে টানা বৃষ্টিপাত । তার ফলে জলমগ্ন হয়ে যায় গ্রামে ঢোকার মূল রাস্তা । ফলে কার্যত গৃহবন্দি অবস্থায় কাটছে গ্রামবাসীদের । শেষ পর্যন্ত গ্রামের রাস্তা সংস্কারের দাবিতে সড়ক পথ অবরোধ শুরু করলেন পূূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মুরাতিপুর গ্রামের ফকিরডাঙ্গাপাড়ায় বাসিন্দারা । লকডাউনের বিধিনিষেধ ও দুর্যোগ উপেক্ষা করে বৃহস্পতিবার সকালে ক্ষিপ্ত গ্রামবাসীরা মুরাতিপুরে বাদশাহী রোড অবরোধ করে রাখেন । খবর পেয়ে অবরোধ স্থলে আসে ভাতার থানার পুলিশ । আসেন নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জুলফিকার আলী । শেষে উপপ্রধানের আশ্বাসে মিনিট দশেক পর অবরোধ তুলে নেওয়া হয় । এদিকে ‘ইয়াস’ ঘূর্ণিঝড়ের দাপটে ভাতারের বিভিন্ন এলাকার ৫০-এর অধিক কাঁচা বাড়ি ভেঙে পড়েছে বলে খবর।
স্থানীয় সুত্রে জানা গেছে, নিত্যানন্দপুর অঞ্চলের মুরাতিপুর গ্রামের ৫৪ নম্বর সংসদের অন্তর্গত ফকিরডাঙ্গাপাড়ায় যাতায়তের দুটি রাস্তা রয়েছে । দীর্ঘদিন ধরে রাস্তা দুটির সংস্কার না হওয়ায় বেহাল অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ । এদিকে ঘূর্ণিঝড়ের কারনে বুধবার রাত থেকে শুরু হয়েছে মুষলধার বৃষ্টি । এদিন সকাল প্রায় ৯ টা পর্যন্ত চলে বৃষ্টিপাত । যার জেরে ফকিরডাঙ্গাপাড়ার রাস্তা দুটিতে কার্যত এক হাঁটু জল জমে যায় । ফলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনাকাটা করার জন্য বাজারে যেতে গিয়ে চরম দুর্ভোগে পড়তে গ্রামবাসীদের । এরপর ক্ষিপ্ত গ্রামবাসীরা বাদশাহী অবরোধ শুরু করে দেয় । গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা দুটি সংস্কারের জন্য তাঁদের এলাকার পঞ্চায়েত সদস্যের কাছে একাধিকবার আবেদন নিবেদন করা হয়েছিল । কিন্তু তিনি রাস্তা সংস্কারের কোনও উদ্যোগেই নেননি । এনিয়ে গ্রামবাসীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন । শেষ পর্যন্ত পঞ্চায়েতের উপপ্রধানের আশ্বাসে শান্ত হন গ্রামবাসীরা ।
জানা গেছে,এদিকে দীর্ঘ কয়েক ঘন্টা ধরে টানা বৃষ্টিপাতের জেরে ভাতার এলাকার ৫০-এর অধিক কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে । ভাতারের মুরাতিপুর গ্রামের ফকিরডাঙ্গা পাড়ার বাসিন্দা হানুফা বিবি, দিলওয়ারা বিবি, জারিয়া বিবির মাটির ঘর ভেঙে পড়েছে । এদিন নিত্যানন্দপুর পঞ্চায়েতের উপপ্রধান বাড়িগুলি পরিদর্শনে যান । তিনি বাড়ির সদস্যদের রিলিফ ক্যাম্পে যাওয়ার পরামর্শ দিয়েছেন । পাশাপাশি দুর্যোগ কাটার পর দ্রুত বাড়িগুলি মেরামতিরও আশ্বাস দিয়েছেন উপপ্রধান ।
অন্যদিকে টানা বর্ষনের জেরে ভাতার থানার হাঁড়গ্রাম ও বামুনারা গ্রামের দুটি কাঁচা বাড়ি ভেঙে পড়েছে বলে জানা গেছে । যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাড়ির সদস্যরা । এদিকে বাড়ি ভেঙে পড়ার খবর পেয়ে দুই গ্রামে যায় ভাতার থানার পুলিশ । পরে পুলিশের পক্ষ থেকে বাড়ির বাসিন্দাদের স্থানীয় স্কুলে রাখার ব্যবস্থা করা হয় ।
পাশাপাশি টানা বৃষ্টিপাতের জেরে ভাতার বাজারের একাধিক মার্কেটের সামনে জল জমে যায় । স্থানীয় ব্যাবসায়ীদের অভিযোগ,ভাতার বাজারে জল নিকাশির জন্য যে পাকা নালা রয়েছে তা দীর্ঘদিন সংস্কার হয়নি । ফলে অল্প বৃষ্টিতেই বিভিন্ন মার্কেটের সামনে জল জমে যায় । এনিয়ে ভাতার পঞ্চায়েত প্রধানের ভূমিকায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন ভাতার বাজারের ব্যাবসায়ীদের একাংশ ।।