এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৮ ডিসেম্বর : পূর্ব বর্ধমান জেলার ভাতারে বেহাল রাস্তা কেড়ে নিল এক বাইক আরোহীর প্রাণ । গুরুতর আহত হয়েছেন মৃতের এক সহযাত্রী । আজ সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ভাতার থানার নড়জা মোড়ের কাছে বাদশাহী রোডে৷ মৃতের নাম সুব্রত পাঠক(২৮) । তার বাড়ি বীরভূম জেলার লাভপুর থানা এলাকায়। দুর্ঘটনায় জখম দেবনাথ ঘোষ বীরভূমের কির্নাহার থানার বালিয়ারা গ্রামের বাসিন্দা । বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ।
জানা গেছে, দেবনাথ ঘোষ পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ । সুব্রত পশু চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন। দুজনে মিলে একটি ওষুধ কোম্পানির মিটিংয়ে যোগ দিতে বর্ধমানের উদ্দেশ্যে যাচ্ছিলেন । বাইক চালাচ্ছিলেন সুব্রত। দেবনাথ জানিয়েছেন নরজা মোড়ের কাছে রাস্তার উপর একটি খালে বাইকের সামনের চাকা পড়ে বাইকটি নিয়ন্ত্রণ হারায়। তখনই ছিটকে পরেন দেবনাথ। সুব্রত নিয়ন্ত্রণ হারিয়ে বাইক সহ সজোরে ধাক্কা দেন একটি গাছে । হেলমেট থাকলেও মারাত্মক আঘাত লাগে সুব্রতর মাথায় । পরে স্থানীয়দের সহযোগিতায় ভাতার থানার পুলিশ দুজনকে উদ্ধার করে ভাতার ব্লক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা সুব্রতকে মৃত বলে ঘোষণা করেন। তবে দেবনাথ ঘোষের মাথাতে থাকা হেলমেট তার প্রাণ বাঁচিয়ে দেয় । দুর্ঘটনার জেরে কার্যত দুমড়ে মুজরে যায় বাইকটি। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ।।
