এইদিন ওয়েবডেস্ক,০৪ আগস্ট : ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর ফের ধাক্কা খেল টিম ইন্ডিয়া । টিম ইন্ডিয়া খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) । পাশাপাশি বিজয়ী দল ওয়েস্ট ইন্ডিজের জন্যও একটা খারাপ খবর রয়েছে । জয়ের মেজাজে থাকা ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড়দেরও ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে । তার কারণ হল প্রথম টি-টোয়েন্টিতে দুই দলই স্লো ওভার রেকর্ড করেছে ।
ন্যূনতম ওভার রেট সংক্রান্ত আইসিসি কোড অফ কন্ডাক্ট ফর প্লেয়ার এবং প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের ধারা ২.২২ অনুযায়ী, খেলোয়াড়রা নির্ধারিত সময়ের মধ্যে বল করতে ব্যর্থ হলে প্রতিটি ওভারের জন্য তাদের ম্যাচ ফি’র পাঁচ শতাংশ জরিমানা করা হয় । তবে জরিমানা মোট ম্যাচ ফির ৫০ শতাংশের বেশি হবে না । ভারতীয় দল এক ওভার কম বল করেছে আর ওয়েস্ট ইন্ডিজ দল দুই ওভার কম বল করেছে। ম্যাচ রেফারিদের আইসিসি এলিট প্যানেলের রিচি রিচার্ডসন নিয়মের চেয়ে এক ওভার কম বোলিং করা টিম ইন্ডিয়াকে ৫ শতাংশ এবং ওয়েস্ট ইন্ডিজে দুই ওভার কম বোলিং করার জন্য ১০ শতাংশ জরিমানা আরোপ করেছেন। আইসিসির এক বিবৃতিতে প্রকাশ করা হয়েছে যে পান্ডিয়া এবং পাওয়েল তাদের করা অপরাধ এবং জরিমানা স্বীকার করেছেন ।
প্রসঙ্গত,ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান করে। এরপর ৯ উইকেট হারিয়ে ১৪৫ রানে গুটিয়ে যায় ভারত । তিলক ভার্মা (৩৯) এবং সূর্যকুমার যাদব (২১) করলেও বাকিরা ব্যর্থ হয় এবং ভারত ৪ রানে হেরে যায়। ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারত ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে। আগামী রবিবার(৬ আগস্ট ২০২৩) গায়ানার প্রভিডেন্সে দুই দলের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ।।