এইদিন ওয়েবডেস্ক,বারাণসী,১৬ মে : সোমবার ছিল উত্তরপ্রদেশের বারাণসীর জ্ঞানবাপি মসজিদের তৃতীয় দিনের জরিপ পর্ব । ইতিমধ্যে তা শেষ হয়ে গেছে । জরিপ শেষে বিস্ফোরক দাবি করলেন আবেদনকারী সোহান লাল আর্য । সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলে,”বাবাকে পাওয়া গেছে” । মঙ্গলবার জরিপ প্রতিবেদন আদালতে পেশ করবে কমিশন ।
উত্তরপ্রদেশের একটি আদালত জ্ঞানবাপি মসজিদের ভিডিওগ্রাফ জরিপ করার জন্য একটি কমিশন গঠন করে দিয়েছিল । মঙ্গলবার ১৭ মে জরিপের প্রতিবেদন আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারক । শনিবার থেকে শুরু হয়েছিল ভিডিওগ্রাফি জরিপ । এদিন সকাল থেকে কয়েক ঘন্টা ভিডিওগ্রাফি করার পর জরিপ পর্ব শেষ হয় ।
সুত্রের খবর,জ্ঞানবাপি মসজিদ কমপ্লেক্সে জরিপ এবং ভিডিওগ্রাফি থেকে বহু রহস্য উন্মোচন হয়েছে মন্দিরের চূড়ায় শ্রিংগার গৌরী মাতা মন্দিরের উপরের অংশ দেখে কমিশনের সদস্যদের মনে হয়েছে চূড়ায় কেউ গম্বুজ তৈরি করেছে । এছাড়া মসজিদের দেয়ালে ত্রিশূল ও স্বস্তিকের চিহ্ন পাওয়া গেছে । ভিতরে একটি কুমিরের মূর্তিও রয়েছে । মসজিদের ভেতরে দুটি কূপ রয়েছে । বেসমেন্টে দুটি ঘণ্টা রয়েছে ।
পাশাপাশি সংস্কৃত শ্লোক ও জলের উৎস পাওয়া গেছে বলে খবর । ভগবান ভৈরবের মূর্তিসহ মসজিদের পাঁচটি বেসমেন্ট পাওয়া গেছে । বেসমেন্টের একটি দরজাকে ইঁট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে । জরিপের পর হিন্দু পক্ষের দাবি বহু প্রমান পাওয়া গেছে । এনিয়ে এদিন তাঁদের যথেষ্ট উল্লসিত দেখায় । অন্যদিকে মুসলিম পক্ষের পালটা দাবি কিছুই পাওয়া যায়নি ।।