এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৪ মার্চ : পূর্ব বর্ধমান জেলার ভাতারে টোটো-বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বিএড ছাত্রের । আহত হয়েছেন মৃতের সহপাঠিনী ও টোটোর ২ যাত্রী । দুর্ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বিকেলে ভাতার কামারপাড়া রোডে নারায়ণপুর ও কুমারুণ বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায়। মৃতের নাম দেবজিত ভট্টাচার্য(২৩) । তার বাড়ি ভাতারের ভাটাকুল গ্রামে। তবে টোটোর যাত্রীদের আঘাত তেমন গুরুতর না হলেও মৃত দেবজিতের সহপাঠিনীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । ওই তরুনী বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।
জানা গেছে,ভাতারের আলিনগরে একটি বেসরকারি বিএড কলেজে প্রশিক্ষণ নিচ্ছিলেন দেবজিত ভট্টাচার্য । আজ কলেজের পক্ষ থেকে নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে পঠনপাঠন সংক্রান্ত ক্লাস ছিল । নিজের বাইকে চড়ে ওই স্কুলে গিয়েছিলেন দেবজিত । ফেরার সময় সহপাঠিনীকে বাইকে চাপিয়ে ভাতারের মুখে আসছিলেন তিনি । কিন্তু তারা নারায়ণপুর ও কুমারুণ বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় সড়ক পথে একটা বাঁকের কাছে আসতেই বিপরীত দিক থেকে আসা একটা যাত্রীবাহী টোটোর সঙ্গে দেবজিতের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে টোটো দুমরেমুচড়ে গিয়ে ছিটকে পড়ে । ভেঙে গুঁড়িয়ে যায় বাইকের সামনের অংশও । এরপর রক্তাক্ত অবস্থায় দুই বাইক আরোহীকে উদ্ধার করে ভাতার হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা দেবজিত ভট্টাচার্যকে মৃত ঘোষণা করেন । মাথায় গুরুতর আঘাতের কারনেই মৃত্যু হয় তার দেবজিতের সহপাঠীনির অবস্থা গুরুতর হওয়ায় বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।।