এইদিন ওয়েবডেস্ক,ডিব্রুগড়(আসাম),১১ সেপ্টেম্বর : ২০ বছরের এক হিন্দু তরুনীকে প্রেমের জালে ফাঁসিয়েছিল এক মুসলিম যুবক । কিন্তু তরুনী যখন জানতে পারে তার প্রেমিক বিবাহিত এবং তার দুই সন্তান রয়েছে,তখন সে যুবকের খপ্পর থেকে বেড়িয়ে আসার চেষ্টা করে । আর তার জেরে প্রেমিকাকে ডেকে নিয়ে গিয়ে ঠান্ডা মাথায় খুন করে দূর্ঘটনার নাটক করে প্রেমিক । ঘটনাটি আসামের ডিব্রুগড়ে (Dibrugarh) । নিহত তরুনীর নাম মেহেক শর্মা (Mehak Sharma) । পুলিশ ঘাতক প্রেমিক আজিজ আহমেদ(Aziz Ahamed) ওরফে মুন্না ।
জানা গেছে,রবিবার (১০ সেপ্টেম্বর ২০২৩) ভোর ৪:১৫ নাগাদ আসামের ডিব্রুগড় শহরের বাই-পাসে মেহেক শর্মা নামে ওই তরুনীর মৃতদেহ পড়েছিল ।মেয়েটির শরীরে গুরুতর আঘাতের চিহ্ন ছিল । তার পাশেই গুরুতর আহত হওয়ার ভান করে শুয়ে ছিল আজিজ আহমেদ । তাদের পাশেই দাঁড় করিয়ে রাখা ছিল আজিজের চারচাকা গাড়িটি । গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর AS-06-AH-1143 । খবর পেয়ে পুলিশ গিয়ে দু’জনকে উদ্ধার করে নিয়ে যায় । পাশাপাশি আটক করা হয় গাড়িটি ।
জানা গেছে,মেহেক শর্মা আসামের ডিব্রুগড় জেলার খলিহামারি এলাকায় থাকতেন, আজিজ আহমেদ ডিব্রুগড়ের মাইজানের বাসিন্দা। আজিজ আহমেদ, বিবাহিত এবং সে দুই সন্তানের জনক, গত ছয় মাস ধরে মেহেক শর্মাকে তার সঙ্গে সম্পর্কের জন্য চাপ দিয়ে আসছিলেন। শনিবার (০৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আহমেদ তার গাড়িতে মেহককে নিয়ে যায় ।
আসাম পুলিশ জানিয়েছে যে গাড়ির ভিতরে রক্তের দাগও পাওয়া গেছে এবং আজিজ আহমেদের গলায় নখের আঁচড়ের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে পাওয়া আহমেদের গাড়িটি অক্ষত ছিল এবং এতে কোনো প্রকার স্ক্র্যাচ ছিল না যার ফলে দুর্ঘটনার সম্ভাবনার কথা উড়িয়ে দেয় পুলিশ। এদিকে মেহেকের মা মৌসুমী শর্মা অভিযোগ করেছেন, আজিজ আহমেদ তার মেয়েকে ঠান্ডা মাথায় খুন করেছে । তিনি বলেন,’আমার মেয়েকে খুন করেছে আজিজ আহমেদ। গত ছয় মাস ধরে সে আমার মেয়েকে কষ্ট দিচ্ছে । আমি একজন শিক্ষক এবং আমার মেয়ের সাথে একা থাকতাম। আমি থানায় অভিযোগ দায়ের করার কথা বললে সে আমাদের ভয়ানক পরিণতির হুমকি দেয় । গতকাল (শনিবার) বিকাল সাড়ে ৩ টা নাগাদ সে গাড়ি চালানো শেখানোর বাহানায় মেয়েকে জোরপূর্বক বাইরে নিয়ে যায়। রাত সাড়ে ৮ টার দিকে ফোন করে জানায়, তারা ধাবায় ডিনার করছে। এটাই ছিল তার শেষ ফোন। আজিজ আহমেদ আমার মেয়েকে ঠাণ্ডা মাথায় হত্যা করেছে।’
আসামের ডিব্রুগড় জেলার এসপি শ্বেতাঙ্ক মিশ্র জানিয়েছেন যে আজিজ আহমেদকে হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তিনি বলেন,’আমরা ঘটনাটি তদন্ত করছি এবং প্রমাণ বিশ্লেষণ করা হচ্ছে।’।