এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,০৯ অক্টোবর : ম্যাঙ্গালোরের কুল্লুরে ফাল্গুনী নদীতে ঝাঁপ দেওয়া প্রাক্তন বিধায়ক মইদ্দিন বাওয়ার ভাই ব্যবসায়ী মমতাজ আলীর আত্মহত্যার মামলায় মূল অভিযুক্ত আয়শা আলিয়াস রেহমত,অভিযুক্ত শোহেব এবং সিরাজকে ম্যাঙ্গালোর সিসিবি পুলিশ গ্রেপ্তার করেছে।
মুমতাজ আলীর আত্মহত্যার পর কেরালায় পালিয়ে আসা আয়েশা এবং তার স্বামী শোহেব এদেমুরিকে পুলিশ গ্রেপ্তার করেছে। এছাড়াও মামলার মূল পরিকল্পনাকারী আসামি আব্দুল সাত্তারের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ ।
মমতাজ আলীর পরিবার আত্মহত্যার জন্য মধুচক্রের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলের অভিযোগ রয়েছে । ইতিমধ্যেই এই মামলায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।মমতাজ আলীকে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা আদায় করা হয়। রহমত, আব্দুল সাত্তার, শফি, মোস্তফা, শুয়াইব, সাত্তার ও মমতাজের গাড়িচালক সিরাজের বিরুদ্ধে ওই নারীকে ব্যবহার করে ব্ল্যাকমেইল করা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে । ওই চক্রটি আয়শা আলিয়াসকে ব্যবহার করে ৫০ লাখের বেশি টাকা ব্লাকমেলিং করে বলে অভিযোগ । অভিযোগে উল্লেখ করা হয়,আরও টাকা দিতে অস্বীকার করলে আসামিরা মমতাজ আলীকে লাঞ্ছিত করে ।।