এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১৭ জানুয়ারী : নিজের দেশের নাগরিকদের হত্যার জন্য সিরিয়া ও ইরাকের অনুগত সন্ত্রাসীদের ভাড়া করে নিয়ে এসেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খোমেনি । ইরানে চলতি শাসক বিরোধী বিক্ষোভ দমন করতে ব্যাপক গণহত্যা এবং দমন পীড়ন চলছে । আর এতে সেনা ও পুলিশ বাহিনীর পাশাপাশি বিদেশী অনুগত সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে কাজে লাগানো হচ্ছে । এমনই একটি সন্ত্রাসী গোষ্ঠী হল সিরিয়ার একটি সন্ত্রাসী সংগঠন । যেটি ইরানের ছায়া গোষ্ঠী নামে পরিচিত । সিরিয়ার গৃহযুদ্ধের সময় বাশার আল-আসাদকে ক্ষমতায় রাখার জন্য এই গোষ্ঠীকে মোতায়েন করেছিল ইরান । সিরিয়ার ওই সন্ত্রাসী গোষ্ঠীটিএমন একটি যুদ্ধ থেকে এসেছে যেখানে সিরিয়ায় প্রায় ৫৮০,০০০-এর অধিক মানুষ নিহত হয়েছিল – যার মধ্যে সুন্নি এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বৃহৎ আকারের গণহত্যাও অন্তর্ভুক্ত ছিল।
আয়াতুল্লাহ আলি খোমেনির পোষ্য ওই সন্ত্রাসী গোষ্ঠীটির গণহত্যার পুরনো ইতিহাস রয়েছে। লক্ষ লক্ষ মানুষকে হত্যা করার ব্যাপারে তাদের কোনও দ্বিধা নেই। যে কারনে অতি অল্প সময়ের মধ্যে ১২,০০০ এর অধিক নরসংহারের স্বাক্ষী হয়েছে ইরান । তারা প্রশিক্ষিত, নির্দয় খুনি – অসহায় ইরানিদের উপর ভয়াবহ হিংসা চালানোর জন্য তাদের আমদানি করা হয়েছে ।
এদিকে ইন্ডিপেন্ডেট পার্সিয়ান পোর্টাল জানিয়েছে, সিএনএন একটি ইউরোপীয় সামরিক সূত্র এবং একটি ইরাকি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, সাম্প্রতিক সপ্তাহগুলিতে, জাতীয় বিপ্লব দমনে ইসলামী প্রজাতন্ত্রকে সাহায্য করার জন্য ইরাকি সন্ত্রাসীরা ইরানে প্রবেশ করেছে। প্রতিবেদন অনুসারে, একটি ইরাকি নিরাপত্তা সূত্র জানিয়েছে যে প্রায় ৫,০০০ ইরাকি মিলিশিয়া বাহিনী মায়সান প্রদেশের শিব ক্রসিং এবং ওয়াসিত প্রদেশের জারবাতিয়েহ সীমান্ত ক্রসিং দিয়ে ইরানে প্রবেশ করেছে।একটি ইউরোপীয় সামরিক সূত্র সিএনএনকে আরও জানিয়েছে যে, দিয়ালা, মায়সান এবং বসরা প্রদেশ থেকে ৮০০ মিলিশিয়া বাহিনী ধর্মীয় তীর্থযাত্রার আড়ালে জাতীয় বিপ্লব দমনে সহায়তা করার জন্য ইরানে প্রবেশ করেছে।।

