এইদিন ওয়েবডেস্ক, ভাতাড়(পূর্ব বর্ধমান),১৩ এপ্রিল : পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভা কেন্দ্রে এবারের নির্বাচনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে নির্দল প্রার্থী হিসাবে লড়ছেন অয়ন ঘোষ। অয়নবাবু ভোটপ্রচারে এলাকায় খেলার মাঠের অভাবকেই ভোটের ইস্যু করেছেন। প্রচারে বলছেন,” অনেকেই তো ভোটে ‘খেলা হবে’ বলছেন। আমি চাই খেলাধুলা হোক।তবে খেলার জন্য ভাতারে তেমন মাঠ নেই। তাই ভোটে জিতলে এলাকায় খেলার মাঠের ব্যবস্থা আগে করব।”
ভাতার বাজার সুকান্তপল্লির বাসিন্দা ৪১ বছরের অয়ন ঘোষ। যিনি নিজেকে সর্বভারতীয় জনসংঘ সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে প্রচার করছেন। প্রচারে তেমন চটক নেই। কয়েক জায়গায় দেওয়াললিখন করেছেন। ব্যানার ছাপিয়েছেন। ফুটবল পায়ে এক খেলোয়াড় তার প্রতীক। অয়ন ঘোষ বলেন,,”ভাতারে পুরানো স্টেডিয়াম অচল হয়ে পড়ে রয়েছে।নতুন স্টেডিয়াম কয়েকবছর আগে তৈরি হলেও আজও কোনও কাজে লাগেনি। খেলার মাঠের অভাবে কচিকাঁচারা খেলাধুলা করতে পারে না।আমি জিতলে খেলার মাঠের ব্যবস্থা করবো।” পাশাপাশি স্থানীয় এলাকার সমস্যা নিয়েও ভোটপ্রচার করছেন অয়ন ঘোষ।
প্রসঙ্গত পূর্ব বর্ধমান জেলায় বিজেপির মধ্যে অন্তর্দ্বন্দ্বর কারনে কয়েকটি আসনে নির্দল হিসাবে মনোনয়ন দাখিল করেছিলেন বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা।তাদের মধ্যে অধিকাংশই মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তবে অয়নবাবু করেননি।
সর্বভারতীয় জনসংঘের রাজ্য সভাপতি সুব্রত মুখোপাধ্যায় বলেন,” ভাতারের অয়ন ঘোষ আমাদের দলের সমর্থিত প্রার্থী।আমি ওই কেন্দ্রে ভোটপ্রচারেও যাবো।” তবে ভোটপ্রচারে তেমন লোকবল বলে কিছু নেই অয়নবাবুর।তিনি একপ্রকার ‘একা কুম্ভ’ হয়েই ভোটের ময়দানে। অয়নবাবুর কথায়,” মানুষের রায় শেষ কথা বলবে।”।