প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৮ নভেম্বর : আবেদন করেও জোটেনি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে একটা পাকা বাড়ি।তাই নিরুপায় হয়েই মাটির দেওয়াল আর খড়ের চালার বাড়িতে বসবাস করছিলেন পূর্ব বর্ধমানের রায়নার ছোট বৈনান গ্রামের মণ্ডল পরবিবার। সোমাবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সেই বাড়িটিও পুড়ে ভস্মীভূত হয়ে যায়। সহায় সম্বল বলতে যা কিছু ছিল, সব পুড়ে ভস্মীভূত হয়ে যাওয়ায় পরিবার সদস্যরা এখন চোখের জল ফেলেই দিন কাটাচ্ছেন। প্রশাসন ও এলাকার জনপ্রতিনিধিরা কি ব্যবস্থা করে সেদিকেই এখন তাকিয়ে রয়েছে পরিবারটি।
পরিবারের গৃহকর্ত্রী সন্ধ্যা মণ্ডল মঙ্গলবার বলেন,
‘আমাদের দিন আনা দিন খাওয়া পরিবার। সরকারী আবাস যোজনার ঘর পওয়ার জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু সরকারী ঘর পাবার সৌভাগ্য আমাদের হয়নি। তাই মাটির দেওয়াল আর খড়ের চালার বাড়িতেই আমাদের পরিবারের সকলকে বসবাস করতে হচ্ছিল।সোমবার সন্ধ্যার পর বাড়ির সকলে মিলে পূজোয় বসে ছিলাম।’
সন্ধ্যাদেবীর কথা অনুযায়ী,’ওই সময়ে হঠাৎতই বাড়িতে আগুন ধরে যায় । কি ভাবে আগুন লাগলো তা বুঝে উঠতে পারছি না। তবে মুহুর্তের মধ্যে গোটা বাড়িটাই পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এখন প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিতে হয়েছে। এইভাবে কদিন চলবে তার কিছুই বুঝে উঠতে পারছি না।’ ব্লক প্রশাসন ও এলাকার জনপ্রতিনিধিরা যদি পাশে না দাঁড়ায় তবে আগামী দিনে জীবন-যাপন দুর্বিষহ হয়ে উঠবে বলে সন্ধ্যাদেবী মন্তব্য করেন ।
রায়না-২ ব্লক তৃণমূলের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সৈয়দ কলিমুদ্দিন বলেন,
‘বড়ই দুর্ভাগ্য জনক ঘটনা। আমরা ওই মণ্ডল পরিবারের পাশে রয়েছি।ব্লক প্রশাসনও পরিবারের
পাশে রয়েছে ।’ ব্লকের বিডিও অনিশা যশ জানিয়েছেন, ব্লক প্রশাসন পরিবারটির পাশে রয়েছে।
ছোট বৈনান গ্রামের মণ্ডল পরিবারের দুর্দশার কথা জেনে ক্ষোভ চেপে রাখেন নি বিজেপির জেলা নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র। তিনি বলেন,’এটাই এখন বাংলার মানুষের ভবিত্যব্য হয়ে দাঁড়িয়েছে। চারতলা রাজপ্রাসাদ তুল্য বাড়ি থাকা সত্ত্বেও
তৃণমূলের কোটিপতি নেতা জাহাঙ্গীর শেখ সহ তাঁর পরিবার সদস্যদের নাম সরকারী আবাস যোজনার তালিকায় স্থান করে নিতে পারে।কিন্তু মাটির দেওয়াল আর খড়ের চালার বাড়িতে বসবাস করা
করা ছোট বৈনান গ্রামের মণ্ডল পরিবার সরকারী আবাস যোজনার একটা বাড়ির জন্য আবেদন করলেও ,তাঁদের নাম তালিকায় ওঠে না।এটাই দুর্ভাগ্যের ।’
সিপিএমের জেলা নেতা বিনোদ ঘোষ বলেন,যাঁদের সামাজিক প্রকল্পের সুবিধা পাওয়া সবথেকে বেশী জরুরী তাঁরই সবথেকে বেশী বঞ্চিত হচ্ছেন এই বাংলায় ।উল্টে তৃণমূল কংগ্রেসের লোকজনই সব সামাজিক প্রকল্পের সুবিধা লাভ করছেন। সরকারী আবাস যোজনার ঘর পাওয়ার ক্ষেত্রে তার কোন ব্যতিক্রম ঘটেনি । এ সবের মাশুল দরিদ্র সাধারণ মানুষকেই গুনতে হচ্ছে বলে বিনোদ ঘোষ মন্তব্য করেন ।।