এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৫ ডিসেম্বর : প্রাণ বাঁচাতে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে ধরা পড়ে গেল আওয়ামী লীগের যুব সংগঠন “যুবলীগ” নেতা মহম্মদ রাসেল পাঠান (৫০) । যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে তাকে ধরে ফেলে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১০টা দিকে চেকপোস্টের ইমিগ্রেশন ডেস্ক থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি এস এম শাখাওয়াত হোসেন।
রাসেল পাঠান ময়মনসিংহ সদর উপজেলার সংকিপাড়া গ্রামের আবদুর রাজ্জাক পাঠানের ছেলে।তিনি ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক। তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনসহ দুটি মামলা রয়েছে।
ইমিগ্রেশন পুলিশ জানায়, আজ সকাল ১০টা দিকে রাসেল পাঠান ভারতে যাওয়ার উদ্দেশে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন ডেস্কে তার পাসপোর্ট জমা দেন। ইমিগ্রেশন সার্ভারে তার নাম ‘স্টপলিস্টে’ পাওয়া গেলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে রাসেল নিজেকে ময়মনসিংহের যুবলীগের যুগ্ম-আহ্বায়ক বলে পরিচয় দেন। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।রাসেলকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি শাখাওয়াত হোসেন।।

