এইদিন স্পোর্টস নিউজ,৩১ আগস্ট : এবারের অলিম্পিক গেমসে ভারত ৬টি পদক জিতলেও একটাও স্বর্ণ পদক নেই । সেই আক্ষেপ দূর হল প্যারিস প্যারালিম্পিক্সে । ১০ মিটার এয়ার রাইফেলে দেশকে প্রথম স্বর্ণ পদক এনে দিলেন ভারতের অবনী লখরা।মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের এসএইচ ওয়ান ইভেন্টে যোগ্যতা অর্জন পর্বে দ্বিতীয় হয়ে ফাইনালে উঠেছিলেন অবনী । ফাইনালে ২৪৯.৭ স্কোর করে প্রথম হন তিনি । রুপো পেয়েছেন দক্ষিণ কোরিয়ার উনরি লি। তাঁর স্কোর ২৪৬.৮। ২২৮.৭ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন মোনা আগরওয়াল। একই ইভেন্ট থেকে জোড়া পদক আসায় খুশির হাওয়া ভারতের ক্রীড়া মহলে ।
প্যারিস প্যারালিম্পিক ২০২৪-এর প্রথম দিন শুক্রবারেই ভারতের পদকের খাতা খুলেছে । একটি বা দুটি নয়, সরাসরি ৫ টি পদক জিতেছেন ভারতীয় প্রতিযোগীরা । এর মধ্যে তিনটি এসেছে শুটিংয়ে এবং একটি স্প্রিন্টে ।হরিয়ানার বল্লভগড় থেকে আসা শুটার মনীশ নারওয়াল প্যারিস প্যারালিম্পিকে ১০ মিটার এয়ার পিস্তল (SH1) বিভাগে রৌপ্য পদক জিতেছে। শুটিংয়ের এই বিভাগটি সেই সমস্ত লোকদের জন্য যাদের হাতে, পায়ে বা শরীরের নীচের অংশে সমস্যা রয়েছে। জন্ম থেকেই মণীশের ডান হাতে সমস্যা।
টোকিও প্যারালিম্পিকের ৫০ মিটার পিস্তল বিভাগে সোনা জিতেছিলেন ২২ বছর বয়সী মনীশ। তিনি প্যারিসে দীর্ঘ সময় ধরে তার ইভেন্টের নেতৃত্ব দেন। কিন্তু তারপর কিছু সিরিজে তার শট ভালো যায়নি। আর এরই সুযোগ নিয়ে সোনা জিতে নেন কোরিয়ান শুটার। মণীশ ২৩৪.৯ পয়েন্ট নিয়ে রৌপ্য পদক জিতেছেন । কোরিয়ান শুটার ২৩৭.৪ পয়েন্ট নিয়ে সোনা জিতেছেন । ২০১৬ সালে শুটিং শুরু করেন মনীশ। তার পরিবার তাকে স্থানীয় শুটিং রেঞ্জে নিয়ে যাওয়ার পর, মনীশ শুটিং উপভোগ করতে শুরু করেন। এবং শীঘ্রই তিনি পরিসরে নিয়মিত হয়ে ওঠেন।
৩৭ বছর বয়সী মোনা আগরওয়াল এই ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন। ২০২১ সালের শেষের দিকে তিনি প্যারা-শুটিং শুরু করেছিলেন। মোনা পোলিওতে আক্রান্ত এবং তার দুই পায়েই সমস্যা রয়েছে। শৈশবে চরম দারিদ্রের মধ্যে কাটে মোনার । সেই দারিদ্র্য কাটিয়ে নিজের অসাধারণ দক্ষতার পরিচয় রাখলেন আন্তর্জাতিক মঞ্চে ।
মোনা দুই সন্তানের জননী। সম্প্রতি তিনি বিশ্বকাপেও স্বর্ণপদক জিতেছেন। স্প্রিন্টার প্রীতি পাল ভারতকে প্যারালিম্পিক ২০২৪ -এর চতুর্থ পদক এনে দিয়েছেন। তিনি ১০০ মিটার স্প্রিন্টের টি-৩৫ বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন। প্রীতির আগে, কোনও ভারতীয় অ্যাথলিট ট্র্যাক প্যারালিম্পিক ইভেন্টে পদক জিতেনি। মিরাট থেকে আসা প্রীতির দুই পায়েই সমস্যা ছিল। আর এ থেকে পুনরুদ্ধার করতে তিনি দৌড় শুরু করেন। অন্যদিকে ১০ মিটার এয়ার রাইফেল (SH1) ইভেন্টে স্বর্ণ পদক জয়ী অবনী লখরার যখন মাত্র ১১ বছর বয়স তখন একটি গাড়ি দুর্ঘটনায় কোমরের নিচে অবশ হয়ে যায় তার । সেই থেকেই তিনি হুইলচেয়ারে আবদ্ধ।।