দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১২ জুন : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতাল চত্বরে অবৈধভাবে নির্মিত একটি গ্যারেজ ভেঙে দিল হাসপাতাল কর্তৃপক্ষ । কাটোয়া পুরসভার সহযোগিতায় এবং পুলিশের উপস্থিতিতে রবিবার হাসপাতাল মর্গের সামনে নির্মিত ওই গ্যারেজটি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় ।
জানা গেছে,বছর চারেক আগে কাটোয়া হাসপাতাল মর্গের সামনে ওই গ্যারেজটি নির্মান করিয়েছিলেন কিংশুক মণ্ডল নামে হাসপাতালের এক ঠিকাদার । কিংশুকবাবুর কথায়,’হাসপাতালের সাইকেল গ্যারেজটি আমি আগে টেন্ডার নিয়ে চালাতাম । তখন হাসপাতালে একাধিক দামি চারচাকা গাড়ি আসত । তাই ওইসমস্ত গাড়িগুলির সুরক্ষার জন্য তৎকালীন হাসপাতাল সুপারের অনুমতিক্রমে করগেটের ছাউনি দেওয়া ওই গ্যারেজটি তৈরি করেছিলাম ।’
যদিও কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার ডা. সৌভিক আলম বলেন,’হাসপাতাল কর্তৃপক্ষ তার নিজস্ব সিলমোহর দেওয়া প্যাডে গ্যারাজ তৈরির কোনও লিখিত অনুমতি দেননি । ওটা অবৈধ ভাবেই গড়ে তোলা হয়েছিল । তাই ঠিকাদারকে বার বার বলা হয়েছিল যাতে গ্যারেজ সরিয়ে নেওয়া হয়। কিন্তু উনি অনুরোধে কান দেননি । তাই পুরসভার সহযোগিতায় এদিন গ্যারেজটি ভেঙে দেওয়া হয়েছে ।’।