এইদিন স্পোর্টস নিউজ, ০৬ জানুয়ারী : পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জয়ের পর আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার । আজ শনিবার সিডনিতে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ২৫ তম ওভারে পাকিস্তানের সাজিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরত যাওয়ার সময় দর্শকরা দাঁড়িয়ে করতালি দিয়ে ওয়ার্নারকে বিদায় জানায় । ওয়ার্নার দর্শকদের অভিবাদনের জবাব দিয়েছেন ব্যাট উঁচু করে । পূর্ব ঘোষণা অনুয়ায়ী আজ সিডনিতে নিজের টেস্ট ক্যারিয়ারের ইতি টানলেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার । আইসিসির অফিসিয়াল ‘এক্স’ হ্যান্ডেলে লেখা হয়েছে,’পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জয়ের পর হৃদয়গ্রাহী বক্তৃতায় আবেগপ্রবণ ডেভিড ওয়ার্নার একটি বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারের প্রতিফলন করেছেন ।’
ওয়ার্নারের বিদায়ী টেস্ট ম্যাচে পাকিস্তানকে আট উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া । পাকিস্তানের দেওয়া ১৩০ রানের লক্ষ্য সামনে রেখে ব্যাট করতে নেমেজোড়া ফিফটিতে সহজ জয় তুলে নিয়েছে ক্যাঙ্গারুরা। টেস্ট ক্যারিয়ারের শেষ ইনিংসে ওয়ার্নারের ব্যাট থেকে আসে ৫৭ রান। এর আগে প্রথম ইনিংসে করেন ৩৪ রান ।
২০১১ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্যারিয়ার শুরু করেন ডেভিড ওয়ার্নার । ১১২ টেস্টে ২০৫ ইনিংস ব্যাট করে ৪৪.৫৯ গড়ে তার সংগ্রহ আট হাজার ৭৮৬ রান। ২৬ সেঞ্চুরির পাশাপাশি হাঁকিয়েছেন ৩৭টি অর্ধশতক । ৩৩৫ রানের ইনিংস ছিল তার সর্বোচ্চ রানের ইনিংস ।
এমন বর্ণময় ক্যারিয়ারের জন্য পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওয়ার্নার।
আজ সিডনি টেস্ট শেষে তিনি বলেন, ‘আমি যেটা করি কিছু মানুষের সাহায্য ছাড়া সেটা করা সম্ভব হত না। মা বাবার অবদানও কোনো অংশে কম নয়। তারা আমার সুন্দর বেড়ে উঠা নিশ্চিত করেছেন। ভাই স্টিভ স্মিথ, আমি তার পদাঙ্ক অনুসরণ করেছি। এরপর আমার জীবনে ক্যানডিস এল। সত্যিই অনেক দারুণ একটা পরিবার পেয়েছি আমি। তাদের সঙ্গে প্রতিটা মুহূর্ত ভীষণভাবে উপভোগ করি। পরিবারের সবাইকে আমি আমৃত্যু ভালোবাসি। এটা নিয়ে আমি আর বেশিকিছু বলতে চাই না। তাহলে আবেগতাড়িত হয়ে পড়ব। তবে ক্যানডিসকে ধন্যবাদ দিতেই হবে। সে আমার জন্য অনেক কিছু করেছে। তুমিই আমার জগৎ ক্যানডিস।’।