এইদিন ওয়েবডেস্ক,মেলবোর্ন,০৭ নভেম্বর : এক তরুনীকে হোটেলের রুমে ধর্ষণের অভিযোগ উঠল টি-টোয়েন্টি ২০২২ বিশ্বকাপে খেলতে যাওয়া শ্রীলঙ্কার ক্রিকেটার ধনুষ্কা গুনাথিলাকার (Danushka Gunathilaka,31) বিরুদ্ধে । নির্যাতিতার কাছ থেকে অভিযোগ পেতেই তাঁকে গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়ার পুলিশ । শ্রীলঙ্কা টি-টোয়েন্টি বিশ্বকাপে হেরে যাওয়ার পর রবিবার ৩.৩০ নাগাদ শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য সাসেক্স স্ট্রিটের টিম হোটেলে ব্যাগ গোছানোর সময় তাঁকে গ্রেফতার করা হয় । গুনাথিলাকার বিরুদ্ধে সম্মতি ছাড়াই যৌন সংসর্গসহ চারটি অভিযোগ আনা হয়েছে । রবিবার রাতে পুলিশ হেফাজতে কাটিয়েছেন গুনাথিলাকা । তাকে ছাড়াই বাড়ি ফিরেছে শ্রীলঙ্কা দল। বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড । গুনাথিলাকার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে লঙ্কা বোর্ড । তাঁকে সব ফরম্যাট থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত শ্রীলঙ্কা দলে ধনুষ্কা গুনাথিলাকাকে রাখা হয়েছিল । তবে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে গিয়ে চোট পান তিনি। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিনি সুপার ১২ ম্যাচ মিস করেন । তাঁর পরিবর্তে আরও একজনকে পাঠিয়েছিল লঙ্কা ক্রিকেট বোর্ড । তবে দলের সঙ্গে অস্ট্রেলিয়াতেই ছিলেন গুনাথিলাকা । সিডনির কেন্দ্রীয় জেলার একটি হোটেলে ছিলেন তাঁরা ।
জানা যায়,অভিযোগকারিনী বছর ঊনত্রিশের মহিলার সঙ্গে গুনাথিলাকার একটি অনলাইন ডেটিং প্ল্যাটফর্মে পরিচয় হয় । চলতি মাসের ২ তারিখে নিউ সাউথ ওয়েলসের একটি হোটেলে তার সঙ্গে দেখা হয় গুনাথিলাকার । নির্যাতিতা তরুনী নিউ সাউথ ওয়েলস পুলিশের কাছে অভিযোগ করেন হোটেলের রুমে একা পেয়ে গুনাথিলাকা তাঁকে ধর্ষণ করেছে । পুলিশ এই অভিযোগ পেয়ে সাসেক্স স্ট্রিটের একটি হোটেলে ধানুষ্কা গুনাথিলাকাকে গ্রেপ্তার করে। এরপর তাকে সিডনি সিটি থানায় নিয়ে যাওয়া হয় । শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড গুনাথিলাকাকে সব ফরম্যাট থেকে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি সাফ জানিয়ে দিয়েছে ধর্ষণ মামলায় গুনাথিলাকা দোষী সাব্যস্ত হলে তাকে ভারী জরিমানা করা হবে ।।