এইদিন ওয়েবডেস্ক,ক্রাইস্টচার্চ,০৩ এপ্রিল : মহিলা বিশ্বকাপে সপ্তমবারের জন্য চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া । রবিবার ক্রাইস্টচার্চে ফাইনালে টসে জেতে ইংল্যান্ড ৷ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় । এদিকে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই আক্রমনাত্মক ব্যাটিং শুরু করেন অজি দুই ওপেনার অ্যালিসা হিলি ও রাচেল হেইনস । ১৬০ রানের পার্টনারশিপ গড়ে তোলে এই জুটি । রাচেল ৬৮ রানে করে ফিরে গেলেও অন্য প্রান্তে ঝড়ো ব্যাটিং করতে থাকেন হিলি । তার সাথে সঙ্গী হন বেথ মুনি । ৬২ রানে আউট হন বেথ । বেথ ও হিলির জুটি থেকে আসে ১৫৭ রান ।
ব্যক্তিগত ১৭০ রানে অ্যালিসা হিলি যখন ফিরে যান তখন স্কোর বোর্ডে তিন শতাধিক রান জমা পড়েছে। হিলির ১৩৮ বলের ইনিংসটিতে ছিল ২৬ টি চার । এটি এযাবৎ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ব্যক্তিগত সর্বোচ্চ রানের স্কোর। হিলি ফেরার পর অস্ট্রেলিয়ার অন্য ব্যাটাররা নেমে তেমন কিছু করতে না পারলেও ৫ উইকেট হারিয়ে ৩৫৬ রানের বিশাল লক্ষ্য খাড়া করে দেয় ইংল্যান্ডের সামনে । ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট পেয়েছেন অ্যানা শোরুবসোলে । এক উইকেট পান সোফি একলেস্টোন।
জবাবি ব্যাটিংয়ে ৪৩.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৮৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড । তারা অস্ট্রেলিয়ার কাছে ৭১ রানে পরাজিত হয় । ম্যাচ ও টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি ।।