এইদিন ওয়েবডেস্ক,নাগপুর,০৯ ফেব্রুয়ারী : নাগপুরে ভারতীয় বোলারদের সামনে দিশেহারা অস্ট্রেলিয়া। প্রথম টেস্টের প্রথম দিনে প্রথমে ব্যাট করে ৬৩.৫ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১৭৭ রান করেছে ক্যাঙ্গারুরা । অস্ট্রেলিয়ার মানার্স লাবুসাগেন সর্বোচ্চ ৪৯ রান করেন । স্টিভ স্মিথ (৩৭), অ্যালেক্স ক্যারি (৩৬) এবং পিটার হ্যান্ডসকম্ব (৩১) রান করেন ।
ইনজুরি সমস্যা কাটিয়ে ভারতীয় দলে ফিরে আসা জাদেজা ক্যাঙ্গারুদের দুর্দশার মূলে রয়েছেন । পাঁচ উইকেট নিয়েছেন জাদেজা । একটি করে উইকেট নিয়েছেন দুই পেস বোলার মোহাম্মদ শামি ও সিরাজ । ডেভিস ওয়ার্নারকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরত পাঠানোর পর এটি ছিল মোহাম্মদ শামির ৪০০ তম আন্তর্জাতিক উইকেট ।
ভারত জবাবি ব্যাটিং করতে নামলে অনেকেই ভেবেছিলেন নাগপুরের পিচে ভারতও ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হবে। কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে মজবুত শুরু করেছে ভারত ।
প্রথম দিন শেষে ভারত অধিনায়ক রোহিত শর্মা অপরাজিত আছেন ৫৬ রানে এবং রবিচন্দ্রন অশ্বিন শূন্য রানে অপরাজিত আছেন । বিয়ের পর দলে ফেরা কেএল রাহুল ২০ রানের অবদান রাখেন । ভারত ৯ উইকেট হাতে রেখে ১০০ রানে অস্ট্রেলিয়ার থেকে পিছিয়ে আছে ভারত । আশা করা হচ্ছে প্রথম ইনিংসে বড় রানের লক্ষ্য রাখতে চলেছে ভারত ।।