• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারিয়ে এগিয়ে রইল অস্ট্রেলিয়া

Eidin by Eidin
July 21, 2025
in খেলার খবর
টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারিয়ে এগিয়ে রইল অস্ট্রেলিয়া
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,২১ জুলাই : একজন এখনও দলে জায়গা পোক্ত করার লড়াইয়ে আছেন, আরেকজনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। দুজন যখন উইকেটে সঙ্গী হলেন, দলের অবস্থা তখন নড়বড়ে। সেখান থেকেই দুজনের পাল্টা আক্রমণ। শুরুটা করলেন অভিষিক্ত মিচেল ওয়েন। আন্তর্জাতিক ক্রিকেটে রানের খাতা খুললেন তিন ছক্কায়। তিন ওভারের মধ্যেই তার ব্যাট থেকে এলো পাঁচ ছক্কা! এরপর জ্বলে উঠলেন ক্যামেরন গ্রিন। দুজনের দুর্দান্ত জুটি অস্ট্রেলিয়াকে এগিয়ে নিল জয়ের পথে।পাঁচ ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারিয়ে এগিয়ে রইল অস্ট্রেলিয়া।

জ্যামাইকায় সোমবারের ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে তোলে ১৮৯ রান। যদিও শেই হোপ ও রোস্টন চেইসের ফিফটির পর দুইশ ছাড়ানোর পথে ছিল ক্যারিবিয়ানরা। কিন্তু শেষ দিকে ৩০ রানের মধ্যে হারিয়ে ফেলে তারা ৬ উইকেট। রান তাড়ায় এক পর্যায়ে বিপদে ছিল অস্ট্রেলিয়া। কিন্তু দলকে পথে ফেরান গ্রিন ও ওয়েন। পঞ্চম উইকেটে ৪০ বলে ৮০ রানের জুটি গড়েন দুজন। পাঁচ ছক্কায় ২৬ বলে ৫১ করে আউট হন গ্রিন।এমনিতে টপ অর্ডার ব্যাটসম্যান হলেও অস্ট্রেলিয়ার হয়ে অভিষেকে ওয়েনের জায়গা হয় ৬ নম্বরে। সেখানেই খেলেন ২৭ বলে ৫০ রানের ইনিংস। চার মারেননি একটিও, ছক্কা ছয়টি!

অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি অভিষেকে ফিফটি ছিল এতদিন ছিল কেবল রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নারের। অভিষেকে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডেও ওয়ার্নারকে ছুঁয়েছেন ওয়েন।বল হাতে গুরুত্বপূর্ণ একটি উইকেটের পর ঝড়ো ফিফটিতে অভিষেকেই ম্যাচের সেরা ওয়েন। গত বিগ ব্যাশে দুটি সেঞ্চুরিতে আলোচনায় উঠে আসার পর ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় তার উপস্থিতি এখন নিয়মিত। এবার আন্তর্জাতিক ক্রিকেটারের শুরুটাও দারুণ হলো ২৩ বছর বয়সী এই ক্রিকেটারের। গ্যালারিতে বাবা-মা ও বান্ধবীর প্রাণবন্ত উপস্থিতি অভিষেককে করে তোলে আরও রঙিন।

স্যাবাইনা পার্কে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম তিন ওভারে ৩২ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার ব্র্যান্ডন কিং বিদায় নেন ১২ বলে ১৮ করে। দ্বিতীয় উইকেটে ৫৫ বলে ৯১ রানের জুটি গড়েন শেই হোপ ও রোস্টন চেইস। এই সংস্করণে অনেক দিন ধরেই ধুঁকতে থাকা চেইস ছিলেন বেশি আগ্রাসী। ফিফটি করেন তিনি ২৫ বলে। ৩২ বলে ৬০ রান করে তার বিদায়েই ভাঙে জুটি। তবে হোপ ও শিমরন হেটমায়ার দলকে এগিয়ে নেন আরও। ১৫ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ২ উইকেটে ১৫২।

ষোড়শ ওভারের শুরুর বলটিও ছক্কায় ওড়ান হেটমায়ার। তবে ওই ওভারেই হোপকে (৩৯ বলে ৫৫) বিদায় করে প্রথম উইকেটের স্বাদ পান ওয়েন। হেটমায়ার ওভারটি শেষ করেন ছক্কা মেরে। আন্দ্রে রাসেল নেমে শুরু করেন ছক্কাতেই। কিন্তু শেষ দিকে দারুণভাবে ফিরে আসে অস্ট্রেলিয়া। বিপজ্জনক রভম্যান পাওয়েলকে দ্রুত থামান শন অ্যাবট। এক ওভারেই তিন উইকেট নেন বেন ডোয়ার্শিস। শেষ ওভারে হেটমায়ারকে (১৯ বলে ৩৮) ফেরান ন্যাথান এলিস।

অস্ট্রেলিয়ার মূল পেস আক্রমণের কেউই নেই দলে। বিকল্পরাই দারুণভাবে শেষ করেন কাজ। শেষ ৫ ওভারে ক্যারিবিয়ানরা তোলে মাত্র ৩৭ রান। অস্ট্রেলিয়ার রান তাড়ার শুরুটা খুব ভালো ছিল না। নানা জনের চোটে দলে সুযোগ পেয়ে জেইক ফ্রেজার- ম্যাকগার্ক করতে পারেন কেবল ৭ বলে ২। অধিনায়ক মিচের মার্শ তিন ছক্কা পর থেমে যান ২৪ রানেই। তিনে নেমে ভালো শুরুর পর আউট হয়ে যান জশ ইংলিসও (৮ বলে ১৮)। এরপর গ্লেন ম্যাক্সওয়েল যখন ১০ বলে ১১ করে বিদায় নিলেন, নবম ওভারে অস্ট্রেলিয়ার রান তখন ৪ উইকেটে ৭৮। সেখান থেকেই গ্রিন ও ওয়েনের জুটি। ক্রিজে যাওয়ার পরপরই রাসেলকে দুটি ছক্কা মারেন ওয়েন, আকিল হোসেনের ওভারে মারেন তিনটি! গ্রিনও দেখাতে শুরু করেন পেশির জোর। পাল্টে যায় ম্যাচের চিত্র।গুডাকেশ মোটিকে টানা দুই বলে ছক্কা ও চারে ২৫ বলে ফিফটি করেন গ্রিন। পরের বলেই আউট হয়ে যান তিনি আরেকটি ছক্কার চেষ্টায়।আলজারি জোসেফকে ছক্কা মেরে ওয়েন পঞ্চাশে পা রাখেন ২৬ বলে। তিনিও পরের বলে আউট হয়ে যান আরেকটি ছক্কার চেষ্টায়।এরপর কুপার কনোলি নেমেও একটি করে ছক্কা ও চার মেরে আউট হন। তবে অস্ট্রেলিয়ার জিততে কোনো সমস্যা হয়নি।সিরিজের পরের ম্যাচ বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টায়। ঘরের মাঠে এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবেন আন্দ্রে রাসেল।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৮৯/৮ (কিং ১৮, হোপ ৫৫, চেইস ৬০, হেটমায়ার ৩৮, পাওয়েল ১, রাসেল ৮, রাদারফোর্ড ০, হোল্ডার ০, মোটি ০*, জোসেফ ৩*; ডোয়ার্শিস ৪-০-৩৬-৪, অ্যাবট ৪-০-৪০-১, কনোলি ২-০-২৪-১, এলিস ৪-০-৩১-১, জ্যাম্পা ৪-০-৩০-০, ম্যাক্সওয়েল ১-০-১১-০, ওয়েন ১-০-১১-১)।

অস্ট্রেলিয়া: ১৮.৫ ওভারে ১৯০/৭ (মার্শ ২৪, ফ্রেজার-ম্যাকগার্ক ২, ইংলিস ১৮, গ্রিন ৫১, ম্যাক্সওয়েল ১১, ওয়েন ৫০, কনোলি ১১, ডোয়ার্শিস ৫*, অ্যাবট ৫*; আকিল ৪-০-৩৫-১, হোল্ডার ৪-০-৩১-২, রাসেল ২-০-৩১-০, জোসেফ ৪.৫-০-২৯-২, মোটি ৪-০-২৯-২, চেইস ১-০-১১-০)।

ফল: অস্ট্রেলিয়া উইকেটে ৩ জয়ী।

সিরিজ: ৫ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে এগিয়ে।

ম্যান অব দা ম্যাচ: মিচেল ওয়েল।।

Previous Post

চট্টগ্রামে খাল থেকে উদ্ধার হল হিন্দু রিকশাচালকের হাত-পা বাঁধা পচাগলা দেহ

Next Post

তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশে বাংলাদেশি লাভলি খাতুন, ভাইরাল ভিডিও…

Next Post
তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশে বাংলাদেশি লাভলি খাতুন, ভাইরাল ভিডিও…

তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশে বাংলাদেশি লাভলি খাতুন, ভাইরাল ভিডিও…

No Result
View All Result

Recent Posts

  • মিরাটে টোল প্লাজায় সেনা জওয়ানের উপর প্রাণঘাতী হামলা, ক্ষিপ্ত জনতার টোল প্লাজায় ভাঙচুর
  • তৃণমূলের সঙ্গে অশুভ যোগ ! পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানী ও পুলিশ সুপার সায়ক দাসকে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি তুললেন শুভেন্দু অধিকারী 
  • “আচ্ছা, কেউ বলতে পারেন, ‘ধর্মনিরপেক্ষ’ হতে হলে ইতিহাস ভুলে যেতে হবে কেন ?” : তথাগত রায়
  • সমকামী সম্পর্কের টানাপোড়েনের জেরে কলেজ পড়ুয়াকে নৃশংসভাবে খুন, ৪ দিন পর বিল থেকে উদ্ধার হল পচাগলা দেহ 
  • সংকীর্ণ রাস্তা দিয়ে পণ্যবোঝাই লরি চলাচল বন্ধের দাবিতে সরব হলেন ভাতার বাজারের কদমতলার একাংশের বাসিন্দারা
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.