এইদিন ওয়েবডেস্ক,মেলবোর্ন,০৮ ডিসেম্বর :
চীনে মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নে আমেরিকা ইতিপূর্বেই জানিয়ে দিয়েছে যে,তারা ২০২২ সালের বেইজিং অলিম্পিক গেমস কূটনৈতিক বয়কট করবে । এবার একই পথে হেঁটে চীনকে জোর ধাক্কা দিল অস্ট্রেলিয়া ৷ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন(Scott Morrison) বেইজিং অলিম্পিক কূটনৈতিক বয়কটের আহ্বান জানিয়েছেন ।
আগামী বছরের ফেব্রুয়ারিতে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে চীনের রাজধানীতে । ইতিমধ্যেই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন,আমেরিকান খেলোয়াড়রা এই অলিম্পিক গেমসে অংশ নেবে এবং ক্রীড়াবিদদের প্রতি রাষ্ট্রের পূর্ণ সমর্থন থাকবে । কিন্তু গেমস সম্পর্কিত বিভিন্ন ইভেন্টে অংশ নেবে না আমেরিকান খেলোয়াড়রা । কয়েক মাস ধরে আলোচনার পরেই ওয়াশিংটন এই সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান ।’ সাকি বলেন, ‘চীনের জিনজিয়াং প্রদেশে মানবাধিকার লঙ্ঘন এবং নৃশংসতার পরিপ্রেক্ষিতে মার্কিন কূটনীতিকরা গেমসটিকে একটি স্বাভাবিক ঘটনা হিসাবে বিবেচনা করছেন । আমরা চীন এবং চীনের বাইরে মানবাধিকারের উন্নয়নে কাজ চালিয়ে যাব ।’ উল্লেখ্য,চীনের বিরুদ্ধে জিনজিয়াং, তিব্বত এবং হংকংয়ে মানবাধিকার লঙ্ঘনের বারবার অভিযোগ উঠেছে ।
এই পরিপ্রেক্ষিতে বেইজিং অলিম্পিক গেমস কূটনৈতিক বয়কটের মার্কিন পদক্ষেপকে চীনের জন্য একটি কঠোর বার্তা হিসেবে মনে করা হচ্ছে । অন্যদিকে আমেরিকার এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় দিতে গিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান জানিয়েছেন, কূটনৈতিকভাবে গেমস বয়কট করার আমেরিকার সিদ্ধান্ত অলিম্পিক চেতনার লঙ্ঘন ।
প্রসঙ্গত,আমেরিকা এমন এক সময়ে এই ঘোষণা করেছে যখন চীন এই ধরনের কূটনৈতিক বয়কটের বিরুদ্ধে ‘পালটা ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ।মার্কিন যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেছেন, ‘যুক্তরাষ্ট্র যদি তা করে থাকে তবে তা হবে রাজনৈতিকভাবে উস্কানিমূলক পদক্ষেপ ।’ তাঁর কথায়, ‘এটি বাইডেন প্রশাসনের একটি রাজনৈতিক চাল । তবে এতে অলিম্পিকের সাফল্যের উপর কোনও প্রভাব পড়বে না ।’
এদিকে আমেরিকা ও অস্ট্রেলিয়ার পর চীনে মানবধিকার লঙ্ঘনের প্রশ্নে খোলাখুলি মতামত জানিয়েছে কানাডা । তাই এই রাষ্ট্রটিও ২০২২ বেইজিং অলিম্পিক গেমস কূটনৈতিক বয়কটের রাস্তায় হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে । গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার মুখপাত্র ক্রিস্টেল চার্টেন্ড(chrystal chartend) বলেছেন, ‘চীনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কানাডাও গভীরভাবে উদ্বিগ্ন ।’ বেইজি গেমসে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কানাডা নিজেদের মধ্যে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে বলে খবর । তবে বেইজিং ২০২২ শীতকালীন অলিম্পিকের মার্কিন কূটনৈতিক বয়কটের সাথে যোগ দেওয়ার বিষয়ে বর্তমানে কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইতালি ।।