এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,২০ অক্টোবর : শুক্রবার বেঙ্গালুরুতে আইসিসি ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানকে ৬২ রানে হারিয়ে দিল অস্ট্রেলিয়া । টসে জিতে অস্ট্রেলিয়াকে প্রথম ব্যাট করতে পাঠায় পাকিস্তান ৷ অস্ট্রেলিয়া ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৭ রানের লক্ষ্য রাখে । জবাবি ব্যাটিং করতে নেমে ৪৫.৩ ওভারে ৩০৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান । এদিন অস্ট্রেলিয়ার প্রারম্ভিক ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ১৬৩ এবং মিচেল মার্শের ১২১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন । ৩৪ তম ওভারে যখন মার্শ পড়ে যান তখন অস্ট্রেলিয়ার রান ছিল ২৫৯ । পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এটিই ছিল দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী রান ।
শাহিন শাহ আফ্রিদি পাকিস্তানকে খেলায় কিছুটা নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে সাহায্য করেছিলেন । তিনি পাঁচ উইকেট নিয়েছেন । অন্যদিকে জবাবি ব্যাটিংয়ে পাকিস্তানের ইমাম-উল-হক (৭০) এবং আবদুল্লাহ শফিক (৬৪) দ্বারা ১৩৪ রানের ভালো সূচনা করেন । চলতি তাদের দ্বিতীয় শতকের ওপেনিং স্ট্যান্ড। এরপর মোহাম্মদ রিজওয়ান (৪৬) এবং সৌদ শাকিল (৩০) চতুর্থ উইকেটে ৫৭ রান যোগ করেন । পাকিস্তানের শেষ ২০ ওভারে ১৬৮ রানের প্রয়োজন ছিল । কিন্তু প্যাট কামিন্স সৌদ শাকিলকে আউট করলে তাসের ঘরের মত ভেঙে পড়ে পাকিস্তান । শাকিলের পর রিজওয়ান, ইফতিখার আহমেদ (২৬) এবং মোহাম্মদ নওয়াজ (১৪) একের পর এক প্যাভেলিয়নের রাস্তা ধরেন ।
শুক্রবারের এই জয়ে অস্ট্রেলিয়া পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে । অন্যদিকে পঞ্চম স্থানে চলে গেছে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল ।।