এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০৫ সেপ্টেম্বর : প্রায় ৫ বছর আগে সরকারি প্রকল্পে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের ভাল্কি পঞ্চায়েতের প্রতাপপুর গ্রামের ডাঙ্গাপাড়ায় নির্মিত কমিউনিটি হল স্থানীয় এক তৃণমূল নেতাকে লিজ দেওয়া হয়েছিল । এযাবৎ ওই তৃণমূল নেতার দখলেই রয়েছে কমিউনিটি হলটি । অবশেষে হলটি দখলমুক্ত করতে স্থানীয় পঞ্চায়েতের তরফ থেকে সোমবার বিকেলে হলের দেওয়ালে নোটিশ সাঁটিয়ে দেওয়া হল । কমিউনিটি হলটি দখলে রেখে দেওয়া অরূপ মির্ধা নামে ওই তৃণমূল নেতার অভিযোগ, রাজনৈতিক শত্রুতার কারণেই এই নোটিশ করা হয়েছে ।
জানা গেছে,২০১৮ সালে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে প্রতাপপুর গ্রামে ওই কমিউনিটি হল নির্মিত হয় । ভাল্কি অঞ্চল তৃণমূলের তৎকালীন সভাপতি অরূপ মির্ধার পরিবার কমিউনিটি হলের জন্য জায়গা দেন। তাদের বাড়ি লাগোয়া কমিউনিটি হলটি তৈরি হয় ।কিন্তু নির্মানের পর থেকেই কমিউনিটি হলটি বার্ষিক ১০ হাজার টাকা চুক্তিতে ১৫ বছরের জন্য লিজ নিয়েছেন বলে অরূপ মির্ধা বলে জানান । তার দাবি ওই চুক্তির কাগজপত্র নোটারি কোর্টে এফিডেভিট পর্যন্ত করানো আছে ।
কিন্তু সোমবার বিকেলে ভাল্কি পঞ্চায়েতের প্রধান জয়া বাউড়ি,উপপ্রধান সাদরুল শেখ সহ পঞ্চায়েতের কর্মীদের উপস্থিতিতে ওই কমিউনিটি হলের দেওয়ালে নোটিশ সাঁটিয়ে বলা হয়েছে যাতে ৭ দিনের মধ্যে কমিউনিটি হলটি ছেড়ে দিতে হবে ।ভাল্কি পঞ্চায়েতের উপপ্রধান সাদরুল শেখের অভিযোগ,’যে উদ্দেশ্যে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ওই কমিউনিটি হলটি নির্মান করা হয়েছিল তা পূরণ হয়নি । আমাদের দলের নেতা অরূপ মির্ধা তৎকালীন পঞ্চায়েত প্রধানকে ভুল বুঝিয়ে সই করে হলটি নিজের দখলে রেখে ব্যবহার করে আসছেন । তাই এলাকার মানুষের স্বার্থে কমিউনিটি হল ছেড়ে দেওয়ার জন্য পঞ্চায়েত থেকে নোটিশ করা হয়েছে ।’
অন্যদিকে অরূপ মির্ধা বলেন,’চুক্তির কাগজপত্র নোটারি কোর্টে এফিডেভিট করানো আছে । এখন রাজনৈতিক শত্রুতার জেরে কমিউনিটি হলটি জোর করে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে । আমি আদালতে যাবো ।’।