এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),২৬ অক্টোবর : একদিকে গরু পাচার মামলা,শিক্ষক নিয়োগ দূর্নীতি,রেশন কেলেঙ্কারি নিয়ে জেরবার রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস, অন্যদিকে নতুন একটা বিতর্কে জড়িয়ে পড়লেন পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের অমরপুর অঞ্চলের বিষ্ণুপুর গ্রামের ৭ নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের সভাপতি সাইদুর রহমান মোল্লা ওরফে বুলেট নামে এক তৃণমূল নেতা । সাইদুর রহমানের একটা ছবি আজ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । তাতে ওই তৃণমূল নেতাকে লুঙ্গি গেঞ্জি পরে হাতে একটা আগ্নেয়াস্ত্র নিয়ে বাঁশের তৈরি মাঁচার ওপর উদাসভাবে বসে থাকতে দেখা গেছে । অনেকেই দাবি করছেন যে সাইদুরের হাতের আগ্নেয়াস্ত্রটি আদপে একটা স্বয়ংক্রিয় রিভালবার এবং সেটি বেআইনি ।
বিগত পঞ্চায়েত নির্বাচনের সময় আউশগ্রামের বিষ্ণুপুর গ্রামে এক সিপিএম কর্মী খুনের ঘটনায় অভিযুক্তের তালিকায় রয়েছেন সাইদুর রহমান মোল্লা এবং পুলিশের খাতায় এখনও সে ফেরার। এমতবস্থায় একজন খুনের ঘটনায় অভিযুক্ত প্রকাশ্যে এভাবে আগ্নেয়াস্ত্র হাতে বসে থাকার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । সিপিএমের স্থানীয় নেতা সুদীপ্ত দত্ত বিজেপির আউশগ্রাম বিধানসভার কনভেনর চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়রা পুলিশের কাছে দাবি জানিয়েছেন যে এবিষয়ে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক ।
যদিও অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের নেতা সাইদুর রহমান মোল্লা দাবি করেছেন যে ছবিটি কয়েক বছরের পুরনো এবং তার হাতে থাকা আগ্নেয়াস্ত্রটি আসল নয় নকল । তার কথায়,’বছর ছয়েক আগে ওই বাঁশের মাচায় বসে থাকার সময় একজন ওই খেলনা বন্দুকটা নিয়ে এসেছিল । সবাই হাতে নিয়ে বন্দুকটা দেখছিল, আমিও হাতে নিয়ে দেখছিলাম । তখনই কেউ ছবি তুলে রেখে দেয় এবং আজ চক্রান্ত করে ছবিটাভসোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছে ।’
যদিও তার এই সাফাই অনেকে মানতে চায়নি । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেআইনি অস্ত্র হাতে এভাবেই এলাকায় দাপিয়ে বেড়ান সাইদুর রহমান মোল্লা । তবে অমরপুর অঞ্চল তৃণমূল সভাপতি গোলাম মোল্লা দলীয় নেতার সমর্থনে তার পাশে দাঁড়িয়ে আগ্নেয়াস্ত্রটি ‘খেলনা’ ও ছবিটি ‘পুরনো’ বলে দাবি করেন । উল্লেখ্য,আউশগ্রাম-২ ব্লকের ব্লকের অমরপুর অঞ্চলের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা সাইদুর রহমান মোল্লা ওরফে বুলেট বিষ্ণুপুর গ্রামের ৭ নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের সভাপতির পদে রয়েছেন । নিজের গ্রামের বুথে দলের হয়ে নেতৃত্ব দেন তিনি । এখনো সক্রিয়ভাবে দলের সঙ্গে যুক্ত আছেন সাইদুর রহমান মোল্লা ।।