জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),২৭ মার্চ : রাম নবমী হলো হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব । ভগবান রামচন্দ্রের জন্মদিন উপলক্ষ্যে চৈত্র মাসের শুক্লপক্ষের নবম দিনে এই উৎসব পালিত হয়ে থাকে। কিন্তু গত কয়েকবছর ধরে এই উৎসবকে কেন্দ্র করে অশান্তির মেঘ ছড়িয়ে পড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে। আগামী ৩০ শে মার্চ রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে আউশগ্রামের কয়েকটি জায়গায় পালিত হতে চলেছে রামনবমী। তাকে কেন্দ্র করে অশান্তির মেঘ যাতে এখানে ছড়িয়ে না পড়ে তার জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আউশগ্রাম থানার উদ্যোগে আজ সোমবারথানা প্রাঙ্গনে আয়োজিত হয় এক আলোচনা সভার ।
আলোচনা সভায় উপস্থিত প্রত্যেকেই একটা বিষয়ে একমত, বাংলার শান্তির ঐতিহ্য বজায় রেখে উৎসব পালিত হোক। উৎসবকে কেন্দ্র করে যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রত্যেককে সজাগ থাকতে হবে। শুধু উৎসব কমিটি বা প্রশাসনের নয় শান্তি বজায় রাখার দায়িত্ব সবার।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অভেদানন্দ থান্দার, জেলা পুলিশের ডিএসপি (শৃঙ্খলা ও প্রশিক্ষণ) বীরেন্দ্র কুমার পাঠক, গুসকরা পুলিশ ফাঁড়ির ওসি নিতু সিং, ছোড়া ফাঁড়ির ওসি পঙ্কজ নস্কর, গুসকরা পৌরসভার ভাইস চেয়ারম্যান বেলি বেগমসহ অনান্য পুলিশ আধিকারিকরা এবং এলাকার রামনবমী উৎসব কমিটির সদস্যরা।
আউশগ্রাম বিধানসভার বেশ কিছু জায়গায় রামনবমীর পুজো ও পদযাত্রা বের হয়। তাকে কেন্দ্র করে যাতে কোনোরকম অশান্তি না হয় এবং সুষ্ঠুভাবে রামনবমী পালিত হয় তার জন্য বীরেন্দ্র বাবু সকলের কাছে আবেদন করেন। তিনি বলেন, উৎসবকে কেন্দ্র করে অশান্তি হওয়া মানেই আনন্দটাই নষ্ট হয়ে যাওয়া। তার আশা সবাই এই বিষয়ে সচেতন থাকবেন। পাশাপাশি আলোচনা সভায় উপস্থিত রামনবমী উৎসব কমিটির সদস্যরাও প্রশাসনের কাছে বেশ কিছু সমস্যা তুলে ধরেন। সেই সমস্যা যাতে এবারে না হয় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে বীরেন্দ্রবাবু তাদের আশ্বস্ত করেন।।