প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৪ ফেব্রুয়ারী : মাধ্যমিক পরীক্ষা শুরুর প্রথম দিনে হাতির আক্রমণে জলপাইগুড়ির এক পরীক্ষার্থীর মৃত্যুর মুখ্যমন্ত্রীর নির্দেশে নড়েচড়ে বসে নবান্ন। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বনদফতরের উদ্দেশ্যে নবান্ন জরুরি নির্দেশিকা জারি করেছে। তাতে জঙ্গল এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সুরক্ষায় নির্দিষ্ট গাইডলাইন বেধে দেওয়া হয় বনদপ্তরকে।সেই নির্দেশিকা মেনে শুক্রবার পূর্ব বর্ধমান জেলার জঙ্গলমহল বলে পরিচিত আউশগ্রামেও দেখাগেল বনদপ্তরের কর্মীদের অতি সক্রিয়তা ।এদিন আউশগ্রামের জঙ্গলমহলের ভিতরে রাস্তা ধরে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়া ও ফেরার সময় পরীক্ষার্থীদের পাহারা দিয়ে নিয়ে গেলেন বনদফতরের কর্মীরা। এমন নিরাপত্তা পেয়ে খুশি আউশগ্রামের মাধ্যমিক পরীক্ষার্থীরাও ।
দেখুন ভিডিও 👇
বনদফতরের আউশগ্রাম বিট অফিসার হিমাংশু মণ্ডল বলেন,” আউশগ্রাম এলাকায় প্রতাপপুর থেকে জামতাড়া রাস্তা ও রামচন্দ্রপুর থেকে বননবগ্রাম যাওয়ার রাস্তা জঙ্গলের ভিতর দিয়ে পড়ছে। আউশগ্রাম জঙ্গলে এখন হাতি যদিও নেই। কিন্তু অন্যান্য কিছু বন্যপ্রাণী রয়েছে। পরীক্ষার্থীরা যাতে আতঙ্কিত না হয় সেজন্য পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো ও পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় জঙ্গলের রাস্তায় ওদের পাহাড়া দিয়ে নিয়ে যাওয়া আসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আমরা মাইকিং করে প্রচারও করছি।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সব দিন গুলিতেই এই ব্যবস্থা থাকবে বলে হিমাংশু বাবু জানিয়েছেন ।।