এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০১ অক্টোবর : কালিপুজোর রাতেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে । আউশগ্রাম থানার দেয়াশা গ্রামের দাস পরিবারের পারিবারিক মন্দিরে বৃহস্পতিবার রাতে এই চুরির ঘটনা ঘটেছে । দেবী প্রতিমাকে পরানো দেড় ভরি ওজনের সোনার এবং চারভরির মতো রূপোর অলংকার নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা । ঘটনার তদন্ত শুরু করেছে গুসকরা ফাঁড়ির পুলিশ ।
দেয়াশা গ্রামের দাস পরিবারের কালী মন্দির বহু বছরের প্রাচীন । কালীপূজার সময় পরিবারের কুলদেবীর বাৎসরিক পূজো হয় । দাস পরিবারের প্রবীণ সদস্যা অমিতা দাস জানান,দেবীর পূজো শুরুর প্রথম থেকেই পূজোর দিন দেবীকে সোনা-রূপোর অলঙ্কার পরানো হয়ে আসছে । সেই নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার পূজোর দিন দেবীকে অলঙ্কার দিয়ে সাজানো হয়েছিল । আনুমানিক রাত ১২ টার পর পূজো শেষ হয় । তারপর সকলে ঘুমতে চলে যায় । কিন্তু আজ ভোরে মন্দিরে গিয়ে দেখা যায় গেটের তালা ভাঙা এবং দেবীর যাবতীয় গহনা উধাও হয়ে গেছে । ঘটনাকে ঘিরে উৎসবের দিন পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ।।