এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,০৮ জুন : গত মঙ্গলবার (৬ জুন ২০২৩) ছত্রপতি শিবাজী মহারাজের রাজ্যাভিষেকের দিনে কিছু মুসলমানের হোয়াটসঅ্যাপে আওরঙ্গজেব এবং টিপু সুলতানের স্ট্যাটাস প্রদর্শনের জের ধরে মহারাষ্ট্রের কোলহাপুর জেলায় ব্যাপক হিংসা ছড়িয়ে পড়ে । হিংসার সময় প্রচুর পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয় । এর আগে রবিবার (৪ জুন, ২০২৩) আহমেদনগরে মুসলিম সম্প্রদায়ের দ্বারা একটি মিছিল বের করা হয়েছিল । এই মিছিলে আওরঙ্গজেবের পোস্টার হাতে নিয়ে এগিয়ে যেতে দেখা যায় ৪ জনকে । একটি মসজিদের সামনে দিয়ে যাওয়া সেই মিছিলের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । যার জেরে ক্ষোভ প্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস । এই ঘটনায় ধর্মীয় অনুভূতিতে উসকানি দেওয়ার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ।
এদিকে হানাদার আওরঙ্গজেবকে নিয়ে মুসলিমদের একাংশের উৎসাহ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস । বুধবার তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন,’মহারাষ্ট্রের কিছু জেলায় হঠাৎ করে আওরঙ্গজেবের কিছু ছেলেপিলের জন্ম হয়েছে । তাদের কেউ কেউ আওরঙ্গজেবের ছবি দেখাচ্ছে, আওরঙ্গজেবের স্টেটাস রাখছে । আর এই কারনে সমাজের মধ্যে দু:শ্চিন্তার সৃষ্টি হয়েছে । এই কারনে উত্তেজনারও সৃষ্টি হচ্ছে । প্রশ্ন উঠছে, হঠাৎ করা কোথা থেকে জন্ম নিল আওরঙ্গজেবের এত সন্তান ? এর পিছনে কে আছে? এর আসল মালিক কে ? এটা আমরা খুঁজে বের করবো । কারা মহারাষ্ট্রের আইনশৃংখলা পরিস্থিতি খারাপ করতে চাইছে, মহারাষ্ট্রের নাম খারাপ করতে চাইছে -তাদেরও আমরা খুঁজে বের করবো ।’ তিনি বলেন, ‘পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে আছে । সকলের কাছে আমার অনুরোধ কেউ আইন হাতে নেবেন না ।’
এদিকে জানা গেছে,মহারাষ্ট্রের কোলহাপুর জেলায় উদ্ভুত পরিস্থিতির জেরে এলাকায় কারফিউ জারি করা হয়েছে । আওরঙ্গজেবকে নিয়ে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস শেয়ার হওয়ার পর হিন্দু সংগঠনের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় পুলিশ মামলা রজু করে এবং ৫ জনকে গ্রেফতার করে। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে টিপু সুলতান ও আওরঙ্গজেবের ছবি ছিল । স্ট্যাটাস পোস্ট করা তিন অভিযুক্তের সবাই নাবালক বলে জানা গেছে ।।