যখন নয়নে নয়ন মেলে তখন আমার ‘আমি’টা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে।
গভীর ঘুমে…………।
সকল বাধা তখন চিন্তা মুক্ত আকাশে উড়ে বেড়ায়।
আলোর খোঁজে মন লাগে না
আভাস পেলেই শান্তি আসে।
দু’চোখ বেয়ে নেমে আসে একরাশ বিরক্তি।
কবে যে একটা আস্ত আশা পূরণ হবে?
এই জিজ্ঞাসাটা থেকেই যায়।
আমি তো এবার শান্ত গলায় দেখব ভেবেছিলাম……………।
ভেবেছিলাম এইবার ছুটি হবে
এইবার হাওয়ায় ওড়াব নিজেকে।
খালি খালি লাগবে না কিছু
স্বপ্ন জমিয়ে রাখা বাক্সটা খুলে দেব সবার সামনে।
আবার উঁচু গলায় আগামীর অপেক্ষা করবো তবে তা নিশ্চিতে, অবাধে……………।।