এইদিন ওয়েবডেস্ক,বিজনৌর(উত্তরপ্রদেশ),২৫ জুলাই : মহাদেবের জলাভিষেকের জন্য বাঁক (কানওয়ারি) যাত্রা চলছে উত্তরপ্রদেশ জুড়ে । পায়ে হেঁটে হরিদ্বার গিয়ে গঙ্গায় স্নানের পর কলস ভর্তি জল এনে মন্দিরে মন্দিরে শিবলিঙ্গের জলাভিষেক করছেন পূণ্যার্থীরা । তারই মাঝে মাথায় গেরুয়া ফেটি বেঁধে এলাকার পরপর তিনটি মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালালো দুই মুসলিম যুবক । উদ্দেশ্য তার দায় কলসযাত্রীদের ঘাড়ে চাপিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বিজনৌর জেলার শেরকোট থানা এলাকায় । শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় ওই মুসলিম যুবকের বৃহত্তর সাম্প্রদায়িক ষড়যন্ত্র বানচাল হয়ে যায় । পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম কামাল ও আদিল । তারা সহোদর ভাই ।
পুলিশ সুত্রে খবর,রবিবার (২৪ জুলাই ২০২২) বিজনৌর জেলার শেরকোট থানা এলাকার জালাল শাহের সমাধি,ভূরে শাহের সমাধি এবং কুতুব শাহের সমাধিতে চড়াও হয় কামাল ও আদিল । মাথায় গেরুয়া ফেটি বেঁধে তিন মাজারে ভাঙচুর চালিয়ে চাদড়ে আগুন ধরিয়ে দেয় । তবে তারা মাজারে রাখা ধর্মীয় গ্রন্থের কোনো ক্ষতি করেনি । স্থানীয়দের নজরে পড়ে গেলে থানায় ফোন করে বিষয়টি জানিয়ে দেয় । এরপর ধর্মীয় ওলামাদের সামনে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ । পাশাপাশি গ্রেফতার করা হয় দুই ষড়যন্ত্রকারীকে । পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে । এই ষড়যন্ত্রের পিছনে আর কেউ যুক্ত আছে কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ । প্রয়োজনে এটিএসকেও তদন্তে সামিল করা হতে পারে বলে পুলিশ সুত্রে খবর ।
সংবাদ সংস্থা এএনআই-এর কাছে এডিজি আইনশৃঙ্খলা প্রশান্ত কুমার জানিয়েছেন, বিজনরের শেরকোট থানায় রবিবার বিকেল ৫ টা নাগাদ খবর আসে দুইজন লোক জালাল শাহের সমাধি ভাংচুর করেছে এবং কিছু চাদর পুড়িয়ে দিয়েছে । পরে পুলিশ সেখানে পৌঁছে জানতে পারে একই থানা এলাকার ভূরে শাহের সমাধিতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়েছে । পুলিশের তৎপরতায়
শেরকোটে একটি বড় সাম্প্রদায়িক ষড়যন্ত্র এড়ানো সম্ভব হয়েছে । ধর্মীয় উপাসনালয় ভাঙচুরের অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে । সোশ্যাল মিডিয়া ও ওই এলাকার উপর কড়া নজরদারি রাখার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান ।।