এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি(আসাম),১০ মে : ভুত ছাড়ানোর নামে এক মহিলার ঝাড়ফুঁক করছিলেন উসমান আলী নামে এক ব্যক্তি । সেই সময় সে ঝাড়ফুঁকের অজুহাত দেখিয়ে মহিলাকে সে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ । তবে সম্ভ্রমহানীর আগেই একটা ধারালো অস্ত্র দিয়ে উসমানের গোপনাঙ্গটি শরীর থেকে বিচ্ছিন্ন করে দেন ওই মহিলা । ঘটনাটি ঘটেছে আসামের মরিগাঁও জেলার ভুরাগাঁও থানার অন্তর্গত বোরালিমারি গ্রামে । খবর পেয়ে পুলিশ উসমান আলীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে । পরে তাকে গুয়াহাটিতে স্থানান্তরিত করা হয় । ভুরাগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেমন্ত বোরগোহাইন জানিয়েছেন,নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই মহিলার বিরুদ্ধে একটা মামলা রজু করা হয়েছে ।
মিডিয়া রিপোর্টে জানা গেছে,আসামের দারাং জেলার বাসিন্দা উসমান আলীর পেশা ঝাড়ফুঁক করা । ভুত ছাড়াতে রাজ্যের বিভিন্ন জেলাতে তার ডাক পড়ে । অন্যদিকে ভুরাগাঁও থানার বোরালিমারি গ্রামের বাসিন্দা ওই মহিলার কোনো সন্তান না হওয়ায় তিনি উসমানের কাছে প্রায়ই যেতেন । অভিযোগ,উসমান জানায় মহিলাকে ভুতে ধরেছে । সেই কারনে তার সন্তান হচ্ছে না । ভুত ছাড়ালেই মহিলা মা হতে পারবেন বলে সে জানায় ।
জানা গেছে,মহিলার ভুত ছাড়তে সোমবার তার বাড়ি গিয়েছিল উসমান আলী । একটা ঘরে ঝাড়ফুঁক করার সময় সে মহিলাকে ধর্ষণের চেষ্টা করে । কিন্তু মহিলা তার খপ্পর থেকে কোনো রকমে ছিটকে পালিয়ে আসেন । তারপর একটা ধারালো অস্ত্র শাড়ির আড়ালে নিয়ে গিয়ে নগ্ন উসমানের গোপনাঙ্গটি শরীর থেকে বিচ্ছিন্ন করে দেন ।।