প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান,০৫ সেপ্টেম্বর : মা’কে মারধোরের প্রতিবাদ করা এক যুবককে কাটারি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হলেন দুই মহিলা সহ ৩ জন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার বড়টিকরা গ্রামে ।যুবক প্রশান্ত রুইদাসকে খুনের চেষ্টার ঘটনায় ধৃতরা হল নেপাল রুইদাস ওরফে পিরু, করবী রুইদাস ও মঞ্জু রুইদাস। আক্রান্ত ও ধৃতরা বড়টিকরা গ্রামেরই বাসিন্দা । জামালপুর থানার পুলিশ শনিবার রাতে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে। কাটারিটি পুলিশ উদ্ধার করেছে। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ রবিবার ধৃতদের পেশ করে বর্ধমান আদালতে । ভারপ্রাপ্ত সিজেএম ধৃতদের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বড়টিকরা গ্রামের প্রশান্ত রুইদাসের সঙ্গে তাঁর কাকা নেপালের পরিবারের দীর্ঘদিন ধরে অশান্তি চলছে। নেপাল শনিবার প্রশান্তর মাকে মারধোর করে । তা জানতে পারার পর প্রশান্ত প্রতিবাদে স্বোচ্চার হয় । তা নিয়ে রাত ৮ টা নাগাদ দুই পরিবারের অশান্তি চরমে ওঠে । অভিযোগ ওই সময়ে নেপাল সহ তাঁর পরিবারের বেশ কয়েকজন মিলে প্রশান্তদের বাড়িতে চড়াও হয় । তাঁরা প্রশান্তকে মারধোর করার পাশাপাশি তার গলায় ও বুকে কাটারি দিয়ে কোপায়।
স্থানীয়রা রক্তাত অবস্থায় প্রশান্তকে উদ্ধার করে জামালপুর ব্লক হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শরীরে বেশ কয়েকটি সেলাই হয়। পরে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।এই ঘটনার বিষয়ে প্রশান্তর স্ত্রী ঝুমা রুইদাস রাতেই জামালপুর থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে মারধর ও খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করে পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে ।ঘটনায় জড়িত বাকিরা গ্রেপ্তারির ভয়ে গা ঢাকা দিয়েছে । পুলিশ তাদেরও সন্ধান চালাচ্ছে ।।