এইদিন ওয়েবডেস্ক,জলপাইগুড়ি,১৮ মে : উত্তরবঙ্গের জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ধূপগুড়ি (Dhupguri) ব্লকের কাহেলেগ্রামে (Khalaigram) শুক্রবার রাতের অন্ধকারে একের পর এক মন্দিরে হামলা চালিয়েছে অজ্ঞাত দুষ্কৃতীরা । দুর্গামন্দির, গ্রহরাজ মন্দির মিলে এক সাথে বেশ কয়েকটি মন্দিরের দেবদেবীর মূর্তি ভাঙচুরের অভিযোগ উঠছে । ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে আজ শনিবার রাস্তায় টায়ার জ্বেলে বিক্ষোভ দেখাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ (Vishwa Hindu Parishad) ও হিন্দু জাগরন মঞ্চের (Hindu Jagran Manch) সদস্যরা ।
দুর্গামূর্তির কাঠামো ভাঙচুরের ছবি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় লিখেছেন,’পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ধুপগুড়িতে হিন্দু মন্দিরে মর্মান্তিক হামলা! মা দুর্গা মন্দির ও গ্রহ রাজা শনি মহারাজ মন্দিরসহ ৩টি মন্দির ভাংচুর করেছে চরমপন্থীরা। এই নৃশংসতা টিএমসির তুষ্টির রাজনীতি থেকে উদ্ভূত হয়েছে, যা হিন্দুদের চিরতরে ঝুঁকির মধ্যে ফেলেছে। স্থানীয় সম্প্রদায়গুলি এই আগ্রাসী তুষ্টির বিরুদ্ধে প্রতিবাদ করছে। আমরা অবিলম্বে বিচার দাবি করছি!’