এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৩ নভেম্বর : উপনির্বাচনেও একাধিক কেন্দ্রে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে । সিতাইয়ে বিরোধী বিজেপি এজেন্টকে রীতিমতো শাসানি দিয়ে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতা মতিউর রহমানের বিরুদ্ধে । বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনার বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুটি ভিডিও এক্স-এ শেয়ার করে জানিয়েছেন ।
একটি ভিডিও-এর সাথে তিনি লিখেছেন,’মমতা বেঙ্গল পুলিশের সুস্পষ্ট উপস্থিতিতে মাদারিহাটের বিজেপির ভোট প্রার্থী শ্রী রাহুল লোহারের উপর টিএমসি গুন্ডা হামলা করেছে। রাহুল লোহার শুধু বিজেপি প্রার্থীই নন, চা বাগান এলাকার একজন প্রখ্যাত আদিবাসী নেতাও। পশ্চিমবঙ্গে আদিবাসীরা নিরাপদ নয়।’
দ্বিতীয় ভিডিও এর সাথে তিনি লিখেছেন,’সিতাই বিধানসভা টিএমসি প্রার্থী এবং কোচবিহার সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়ার স্ত্রী শ্রীমতি সঙ্গীতা রায় কেন্দ্রীয় বাহিনীর কর্মীদের বসতে এবং তাদের দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশ দিচ্ছেন ! তিনি অত্যন্ত অসন্তুষ্ট এই কারণে যে তারা পোলিং বুথের সামনে তাদের দায়িত্ব পালন করছেন । নির্বাচন কমিশনের মুখপাত্র আপনি কি উপনির্বাচনের দায়িত্বে আছেন নাকি টিএমসি প্রার্থীরা দায়িত্ব নিয়েছেন ? তাদের কি সিআরপিএফ ইন্ডিয়া, সিআইএসএফ হেড কোয়াটার, এসএসবি ইন্ডিয়া, বিএসএফ ইন্ডিয়ার কর্মীদের নির্দেশ ও নিয়ন্ত্রণ করার কথা?’
এদিকে সিতাইয়ে তৃণমূল নেতা মতিউর রহমানের শাসানির ভিডিও ভাইরাল হয়েছে । সিতাই বসেরটারি ভোটকেন্দ্রের ১০৪ নম্বর বুথের বিজেপি এজেন্টকে রীতিমতো শাসানি দিয়ে তাকে বলতে শোনা গেছে, ‘আধঘন্টা সময় দিচ্ছি বেরিয়ে যান, না হলে মেরে ফেলে দেব’৷ মতিউর যখন আঙুল তুলে এই হুমকি দিচ্ছেন তখন তাঁর ঠিক পাশেই দাঁড়িয়ে আছে রাজ্য পুলিশের কর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ মতিউরের সঙ্গে থাকা আরও কয়েকজনকেও হুমকির সুরে আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা যায়।শাসানির মুখে শেষপর্যন্ত বিরোধী বিজেপি এজেন্টকে বুথও ছাড়তে হয় বলে জানা গিয়েছে।।